![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
সাত সকালে ঘুম না ভাংতেই বন্ধু এসে হাজির।...
- কিরে এত সকালে। কি ব্যাপার?
--আর বলিস না। কবুতর কিনতে গেছিলাম। ভাবলাম এদিক থেকেই যাই।
-কবুতর কি করবি?
--আরে viber, What’s up, Tango বন্ধ। আজ ইন্টারনেট গেট ওয়ে বন্ধ হতে পারে। বাকি ফেসবুক, মেসেঞ্জার ও অফ করে দেয় তাহলে এই কবুতরই হবে মেসেঞ্জার।
(অনিচ্ছা সর্ত্বে ও চোখ ডলতে ডলতে বাইরে এসে দেখি বন্ধু সত্যি এক জোড়া কবুতর কিনেছে!)
...
- কিন্তু এখন ও তো ফেসবুক আর মেসেঞ্জার অফ হয় নি। তাইলে এত আগে কবুতর কিনলি?
--দেশের যে অবস্থা । যেকোন সময় ওইডা ও অফ হবে। আর এই কয়দিন এর মধ্যে এদের ট্রেনিং দেওয়া লাগবে।
- ভালই করছিস... একেবারে আদিকালের ভালবাসা ফিরাইয়া আন।
-- বন্ধু এই চাহিদার কারনে কবুতরের দাম বাইড়া যাচ্ছে। তুই ও তাড়াতাড়ি কিনে ফেল...
- :O
-- থাক আমি যাই। তুই ঘুমা।
...
আবার ঘুমালাম।... আর ভাবলাম আসলেই তো আগের কালের ভালবাসার মধ্যে একটা ফিলিংস ছিল।... ছিল অপেক্ষা।... এখনকার ভালবাসায় হারিয়ে গেছে অপেক্ষা, বেড়েছে অস্থিররতা...সেক্সুয়াল এট্রাকশন, সেক্স চ্যাট আর ঢুকছে মিথ্যা ফিলিংস... “জান খেয়েছ??” ‘না খাইনি...’ “তাহলে আমিও খাবো না ...” (সাথে একটা সেড ইমো) “তুমি খাইয়ে দাও”... ‘হা কর, এইযে দিলাম’... (মেসেঞ্জারে কিছু খাবার এর ইমো) ব্যাস, প্রেমিকার পেট ফুলে একবারে বাষ্ট হওয়ার উপক্রম...
আগের ভালবাসায় দরকার হত না ইমো, দরকার হত না খাইয়ে দেওয়া... দরকার হত না মেসেঞ্জার, ভাইবার... ছিল এক অপেক্ষা... মধুর অপেক্ষা...
...
আছে ঘুম থেকে উঠে দেখি viber, whats up সমানে চলছে।
...
(পরে বন্ধুরে viber এ এসএমএস দিলাম। ...বন্ধু কবুতর গুলার গলায় সাদা কাগজের মালা পরাইয়া আকাশে ছাইড়া দাও। কাগজে লেখ , Please come back to me when the number of criminals rise in country again ’।
©somewhere in net ltd.