নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার জন্য আমরা কি করতে পারি?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

বিপরীতধর্মীর ইফেক্ট জীবনে খুব বড় একটা জিনিস... ভালবাসার সেই প্রেমিকার জন্য কেউ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুজে তুলে আনে ১০৮ টি নীল পদ্ম... ভালবাসার জন্য দুরন্ত ষাড়ের চোখে লাল রুমাল’ বেঁধে দিতেও দ্বিধা করেনি প্রেমিক... প্রেমিকার জন্য রাতের পর রাত ঘুম বিসর্জন দেয় ছেলেটা... কেউ কেউ ফেসবুক থেকে রিমুভ করে দেয় ১০৮ জন মেয়ে ফ্রেন্ড।... আবার কেউ বা আবার নিজের পাসওয়ার্ড কুরবানি করে দেয় প্রেমিকার বিশ্বাস রক্ষায়...



...

প্রেমের পরীক্ষা দিতে ফেল করা ছেলেটা ও ধার করে বই কিনে আনে... ... নির্দেশানুযী ‘চেইন স্মোকার’ ও সিগারেট কে “বাই বাই” বলে দেয়। ... বন্ধুরা জোড় করলে ও এড়িয়ে চলে বলে, “নারে, শরীর টা ভাল না, সিগারেট কমিয়ে দেওয়া লাগবে”। ...

...

আজ যদি সেই প্রেমিকার নির্দেশ আসত, হয়ত নাস্তিক পর্যন্ত টুপি পড়ে মসজিদে দৌড় দিত... ভালবাসার পরীক্ষা দিতে নিজের বাবার গাড়ির গ্লাসে বারি মারত... হয়ত মানুষের বাড়িতে না পড়ে নিজের বাড়িতেই পড়ত পেট্রোল বোমাটা ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

চলন বিল বলেছেন: হাহ হাহ হা ভালো ছিল

কেমন আছিস দোস্ত? অনেক দিন পরে তোর লেখা চোখে পরল।

কুয়েটে ক্লাস কেমন চলতেছে?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

আজকের বাকের ভাই বলেছেন: "ভালবাসার সেই প্রেমিকার জন্য কেউ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুজে তুলে আনে ১০৮ টি নীল পদ্ম... ভালবাসার জন্য দুরন্ত ষাড়ের চোখে লাল রুমাল’ বেঁধে দিতেও দ্বিধা করেনি প্রেমিক"
কবিতার লাইনকেই বাস্তব বলে প্রকাশ করলেন!
সত্যিই সত্য হলে সুত্র বা লিংক দিয়ে উপকৃত করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.