![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
2011 সালে বাংলাদেশের মাটিতে অষ্ট্রেলিয়া 3 টা ওয়ানডে খেলতে এসেছিল।... মুশফিক ম্যাচের আগে বলেছিল, "আমরা ম্যাচ জিতেই মাঠ ছাড়ব" ... কিন্তু সেই ম্যাচ বিশাল ব্যাবধানে হারার পর পুরা সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছিলাম।... শেনওয়াটসন এক এর পর এক রেকর্ড করে গিয়েছিল। ... তখন কি মুশফিক এর কথা শুনে অষ্ট্রেলিয়া আমাদের গালি দিয়েছিল?
ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জাপান মাঠে নামার আগে অধিনায়ক বলেছিল, "ব্রাজিল কে হারানো আমাদের ব্যাপার না।...আমরা জিততেই মাঠে নামব"... এতে কি ব্রাজিলের মান সম্মান শেষ হয়েছিল?...
---
অনেক গালি হয়েছে ... “আফগান 11 অলরাউন্ডার কোথায়?” “নাবীর মায়েরে ...,” “বিশ্বকাপ ওগোর ---- ঢুকায় দিছি” ইত্যাদি ইত্যাদি ...বুঝলাম না, নাবীর দোষ কোথায়?... কোন দলের বিরুদ্ধে জিততে চেয়ে মাঠে নামতে চাওয়া অপরাধ?... আমরা যখন সাউদ আফ্রিকা অষ্ট্র্বেলিয়ার বিপক্ষে খেলি, তখন আমরা ও এমনই বলি।... এটা খেলার অংশ।... এটা নিজেদের মনোবল বাড়ানোর একটা কৌশল।... তাই বলে এতে বিপক্ষ দলের মান সম্মান কমে না।... ওদের গালি না দেই।... আশা করি বাংলাদেশ পরের ম্যাচ গুলোতে নিজেদের "সেরা" দেখাবে।...
...
সেরাটা প্রমান হয় মাঠে, ফাকা গলায় আর নীল ফেসবুকে না। ... হ্যাপি ফেসবুকিং, হ্যাপি বিশ্বকাপ।
©somewhere in net ltd.