নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমাহীন সমর

নয়ন_রংপুর

নিজের সম্পকে বলা খুব শক্ত

নয়ন_রংপুর › বিস্তারিত পোস্টঃ

"স্মৃতিপটে ওরা তিনজন"

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯



ক্যাসেটটা নিয়মিত বেঁজে চলেছে
একটার পর একটা গান
শোষন নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে
জেগে উঠার আকাঙ্খায়
ভূপেনের সুরেল প্রতিবাদ!
কিন্তু এসময় হটাৎ
আসলো মনে তিনটি নাম।
পিটু, হাবিব আর সাগর!
দুইজন ফুটবলার আর একজন
অঙ্কে পটু! পিটু ছিল আমার
রক্তের ভাই, সাগর ছিল স্ট্রাইকার মেট
আর হাবিব ছিল প্রতিবেশী। কিন্তু তিনজনই ইতিমধ্যে মৃতের তালিকায় উঠিয়েছে নাম!!
তিনটি অস্বাভাবিক মৃত্যুর ইতিবৃত্তের
রচয়িতা ওরা!
কি এমন বুঝত ওরা! খাওয়া-খেলা-বেড়ানো গোলমেলে রাজনীতি!
এইতো তিনটি তাজাঁ প্রাণের সাধাঁসিধেঁ জীবন!
সাগর, পিটু আর হাবিবের হাসিমুখ তো
আজো চোখে ভাসে
মাঠে জেলখানায় আর বাসায়।
সাগরের একটি সবুজ জার্সি ছিল
পিটুর ছিল কলম আমার সংগ্রহে,
আর হাবিবের ছিল হাসিমুখ নেড়ে মাথা
আর "কেমন আছিস" বলে সম্বোধন!
সবই আজো টাটকা মগজের গুদামে
ওখানেই এই স্মৃতিগুলো থাক অনাদিকাল!
ওষুধ ছিটিয়ে ওগুলোকে তাঁজা রাখার
কিই বা দরকার পঞ্জিকাক্রমে প্রতিবার!
বরং ক্ষনে অনুক্ষনে ওরা আসে আর
মনে করিয়ে দেয়, আর আমি বলি
তোমাদের ভূলি নাই ভূলবোনা,
ভূলবোনা যখন
ঘরে-স্টেডিয়ামে-লালরঙ্গা জেলখানায় বা গোরস্তানে দাঁড়িয়ে আমি,
তোমরাতো এসব জায়গায় আজো ঘুরে বেড়াও
আর ডাঁকো আমাকে, আমি ছুটে যাই
না ডাকলেও যাই! কারন আমিতো জানি
ওসব জায়গায় তো তোমরা আমারি প্রতিক্ষায়
বিদ্রোহের রক্তরাঙা আঙিনায়!!
যেমন আমি রাতজাঁগা বহুদিন ঊষাকালে
প্রভাতরবির মাঝে দেখি
"বিপ্লব দীর্ঘজীবি হয়!
বিপ্লব দীর্ঘজীবি হয়!
বিপ্লব দীর্ঘজীবি হয়!"

রচনাকাল ১৭ই অক্টোবর, ২০০১ ইং

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক ! ++

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: বড় বড় অর্জন বিপ্লব ছাড়া সম্ভব নয় তাই বিপ্লব দীর্ঘজীবী হোক।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৩

অজ্ঞ বালক বলেছেন: সুন্দর হইসে লেখাটা। ভাল্লাগসে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: বাহ! চমৎকার!!

বিপ্লব দীর্ঘজীবী হোক..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.