নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশ্রয় চাহি আল্লাহ্'র যেন শয়তান দূরে রয়
শুরু করিলাম আল্লাহ্'র নামে দয়ালু করুনাময়!
সূরা আন-নূর:35 - আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।
উপরোল্লিখিত আয়াতটি আমার নজরে প্রথম আসে জাহাঙ্গীরনগরের সাবেক ভিসি ও পিএসসি সদস্য, বর্তমানে ইউজিসি প্রফেসর ড. Shariff Enamul Kabir স্যারের গুরু আন্তর্জাতিক খ্যাতিস্বম্পন্ন রসায়নবিদ প্রফেসর ড. শফিউল্লাহ্ স্যারের একটি লেখায়। শফিউল্লাহ স্যার ততদিনে ইন্তেকাল করেছেন। আমার বিশ্বাস শফিউল্লাহ স্যার এই আয়াতের অর্ন্তনিহিত অর্থ আবিস্কার করেছিলেন। তিনি জীবিত থাকলে এই আয়াত সম্পর্কে তার উপলব্ধি আমি অবশ্যই তার নিকট থেকে শুনতাম। যাহোক এ আয়াতের ব্যাখ্যায় কোন তাফসির গ্রন্থ (বিশেষতঃ সর্বপরিচিত তাফসিরে মাআরেফুল কুরআন) বা পরিচিত স্কলার বা কোন মৌলানা আমাকে তৃপ্ত করতে পারেনি তাদের বক্তব্যে। বরং এক মৌলানা আমাকে বলেছেন যে এধরণের আয়াত নিয়ে বেশি ঘাটাঘাটি না করতেই বরং এক ধরনের আদেশ আছে আলেমকুল থেকে। আমার বিশ্বাস হয় নাই কথাটি। কারণ কোরআন মজিদ সওয়াবের লোভ না করে বরং জ্ঞান লাভের উদ্দেশ্যে পড়লে আপনারা দেখবেন যে আসলেই কত সহজ এ গ্রন্থ। কারণ কোরআনেই বলা আছে আল্লাহ কোরআন মজিদকে সহজ করে দিয়েছেন মানুষের জন্য। পুরো কোরআনের বঙ্গানুবাদ পড়ে আমারও তাই উপলব্ধি।
যাহোক বহুদিন থেকে উল্লিখিত আয়াতের যে মর্মার্থ আমি খুজছিলাম, তা আজ অনেকটাই পেয়েছি নোমান আলী খানের এই ইউটিউব বক্তব্যে। আধা ঘন্টার এ বক্তব্যের মূল নির্যাস পাবেন ১৩/১৪ মিনিট থেকে বক্তব্যের শেষ পর্যন্ত। অসাধারণ, মনোমুগ্ধকর!!
মোটামুটি আমার হৃদয় পরিতৃপ্ত! আর হ্যা, এ নূর হল আপনার হৃদয়, যাতে আলোর উপরে আলো হয়ে ভাল কাজ স্পর্শ করলে আপনার হৃদয় হয় আলোকিত, পুলকিত। সকল সলিড ধর্মাবতারের বক্তব্যই এক। আর তা হল নিঃশঙ্কচিত্তের অধিকারী হওয়া, লোভ ও অহংকারমুক্ত হৃদয়ের অধিকারী হয়ে নিঃস্বার্থভাবে পরোপকার করা আর ন্যায় প্রতিষ্টায় জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকা। এধরনের হৃদয়ের অধিকারী হলে দেখবেন আপনার ভিতরে অনুভূত হচ্ছে এক স্বর্গীয় আনন্দ।
একটি ছোট্ট উদাহরণ দেই। রাস্তায় কোন অসহায় বা অসুস্থ মানুষকে দেখে আপনার হৃদয় যদি মুচড়িয়ে উঠে আর তার জন্য নিঃস্বার্থভাবে যদি কিছু করেন (দুই টাকা বা দশ টাকা দান করে সরে পড়া নয়), তবে আপনার কেমন অনুভূতি হয় বলুনতো!! এটিই আলোর উপরে আলো, আল্লাহু নুরুন নুর!! আল্লাহ্'র নূর আছে আমাদের সকলের হৃদয়ে!
হৃদয়কে নূরান্নিত করতে তাই কোরআনের শুরুতেই আল্লাহ্ বলে দিয়েছেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম...
চালাও তুমি হে দয়াময় যে পথ কল্যানের
বিপথে গেলে টেনে ধর রাস যে পথ অভিশাপের!!!
আমীন, সুম্মামীন!!!
আল্লাহ হলেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি || Noman Ali Khan
youtube.com
আল্লাহ হলেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি || Noman Ali Khan
©somewhere in net ltd.