নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমাহীন সমর

নয়ন_রংপুর

নিজের সম্পকে বলা খুব শক্ত

নয়ন_রংপুর › বিস্তারিত পোস্টঃ

দূর্ভাগা বাংলাদেশ

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫

দূর্ভাগ্য বাংলাদেশের! সে কখনোই ভাল একজন শাসক পেল না। শেখ মুজিব নেতা থেকে শাসক হওয়া মাত্রই তার অযোগ্যতা ও অদক্ষতার প্রমান দিতে লাগল। তার সমস্ত রাজনেতিক কৃতিত্ব ম্লান হয়ে গেল তার সাড়ে তিন বছরের দুঃশাসনে। আজকের নব্য আওয়ামী ও ছাত্রলীগারদের কিছু অন্ধ আবেগ থেকে বের হয়ে আসতে হবে। একটি দূর্ভিক্ষ পীড়িত দেশের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাড়িতে ১১ বস্তা চালের মজুদ, বাড়ি থেকে ৫০০ ভরি স্বর্ণ আর ৪০০০ ভরি রৌপ্যসহ তৎকালীন লক্ষ দেশীয় মুদ্রা আর ভারতীয় রুপীসহ বিদেশি ডলার পাউন্ড আসল কোথা থেকে? ১৯৮১ সালে ঢাকার তৎকালীন এডিএমের উপস্তিতিতে ১২ জন সাক্ষীর সম্মুখে শেখ হাসিনাকে তার পৈতৃক এই সম্পদ বুঝিয়ে দেয়া হয়। এসব বানানো গল্প নয়। হলে শেখ হাসিনা তা গ্রহন করল কেন?

উপরের এই উদাহরণটি একথাই প্রমাণ করে যে এদেশ জন্মলগ্নেই তার গতিপথ হারায়!! মাঝখানে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনের সততা ও বিলাসবিহীন জীবন জনগণ পছন্দ করে। কিন্তু অল্পসময় পরে আবার রাস্ট্রক্ষমতায় আসে এক ভন্ড, নাম হুসাইন মোহাম্মদ এরশাদ। তার দেশে বিদেশে সম্পদের হিসাব হয়ত এখন তিনি কবরে ফেরেশতাদের দিচ্ছেন। এরপর এক ম্যাডামকে দেখলাম। জনপ্রিয় জিয়ার সহধর্মিনী। বেগম জিয়া, ম্যাডাম। আর আমরা তার বিলাসী জীবনযাপন দেখলাম। কড়া মেকাপ দিয়ে গরীব দেশের প্রধানমন্ত্রীর সৌন্দর্যবর্ধনের অনুশীলন। তিনি কিছুটা উদার, আর তার এই উদারতায় তিনি হারালেন অনেক নিয়ন্ত্রন, দেশ হল দূর্নীতিতে চ্যাম্পিয়ন!! তার আমলে আবার নতুন নেতৃত্ব তৈরী হল। তিনি হলেন ভাইয়া, ম্যাডামের সর্বনাশের মূল। আর পিছনেতো লেগে ছিল তার কম্পিটিটর, উনি আবার আপা। মিথ্যা, ভন্ডামি আর কুম্ভিরাশ্রু যার সম্পদ। এই আপাই এরপরে ক্ষমতায় এলেন, দেখলেন ও জয় করার বদলে তার সাঙ্গপাঙ্গসহ বাপের সম্পত্তি মনে করে জনগণকে মারলেন ও দেশের উন্নয়নের দোহাই দিয়ে মহাধূমধামে লুটপাট করলেন। বাংলার জনগণ স্বৈরশাসকের সর্বোচ্চ রুপ দেখল এবং শেষমেশ জনগন হুবহু তার বাপের মত অজনপ্রিয় অবস্থায় তাকে বিতারিত করল।

এখন ইউনূসীয় আমল। এনার আবার অনেক কিছুই আছে; কিন্তু একটি জিনিস নাই। সেটা হল পুরুষ মানুষের তেজ। রাষ্ট্র চালাতে এটি খুব বেশি প্রয়োজন। আর তার পারিষদ!! হাহ্!! এরা বেশির ভাগই সস্তা মিডলক্লাস মানুষিকতার। তাহলে...

কিন্তু রাস্ট্রক্ষমতায় বসবে উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্তরা! রক্তের কাঁলিতে বারবার ইতিহাস লিখলেও আমরা সেই সম্ভ্রান্ত আর উচ্চশিক্ষিতের সমাজ গড়তে পারিনি, পারিনি বলেই বারবার প্রজার মাথার উপরে বসে রাজা; জনগণের পাশে তার সেবক নয়! আর এ দায় আমাদের সকলের...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.