নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমাহীন সমর

নয়ন_রংপুর

নিজের সম্পকে বলা খুব শক্ত

নয়ন_রংপুর › বিস্তারিত পোস্টঃ

সময়ের উৎকৃষ্ট ব্যবহার

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২২

জিয়াউর রহমান যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, কাজের মত কাজ করে তিনি জনগণের হৃদয় জয় করে নিয়েছিলেন। ভারত একমাত্র তার সময়েই বাংলাদেশকে সমীহ করে চলত। জিয়াউর রহমানই নিকট ইতিহাসের বাংলাদেশের একমাত্র নেতৃত্ব যিনি সময়ের সঠিক ব্যবহার করেছিলেন। আমি তার অপরাধ দেখি শুধু কর্নেল তাহেরের সাথে বিশ্বাসঘাতকতা! তার আমলে ২০টির বেশি সামরিক অভুত্থানকে কঠোর হস্তে দমনকে অনেকে তার নৃশংসতা বললেও আমি এতে কোন অপরাধ দেখি না। আমাকে কেউ মারতে আসলে, আমাকে উৎখাতের জন্যে কেউ ষড়যন্ত্র করলে আমি কি তাকে ছেড়ে দিব? এত বড় গর্দভ সম্ববত জিয়াও ছিলেন না, আমিও না। তবে তার একটা ভূল ছিল, সেটা এরশাদকে সেনাপ্রধান করা, যার মূল্য তাকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। এসবের বাইরে জিয়াউর রহমানের জীবন সাফল্যে ভরা, তিনি ছিলেন সময়ের উৎকৃষ্ট ব্যবহারক, আ ম্যান উইথ গুড এসাম্পশন। তার এই এসাম্পশন পাওয়ার বাংলাদেশকে ২ বার বাঁচিয়েছিল; ৭১ ও ৭৫ এ!

যাহোক, জিয়াউর রহমানকে এখন টেনে আনার কারণ কি? কারণ হল আমরা তার হাতে গড়া দলকে তার মত আচরণ করতে দেখছি না। এমনকি তারেক রহমানের বক্তব্যের সাথেও দেশে অবস্হিত নেতৃবৃন্দের কথার মিল পাচ্ছি না। দেশে এই মুহুর্তে বিএনপিই একমাত্র বৃহৎ গ্রহনযোগ্য রাজনৈতিক দল। তার আচরণ হবে এ মুহুর্তে নিঃস্বার্থ অভিভাবকের মত। সকল উদ্ভূত রাজনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে ইউনূস সাহেবের সাথে তারাও বৃহৎ ভূমিকা পালন করবে। জনগণের আস্হার জায়গা তৈরী করবে। তা না, তারা হাউকাউ শুরু করেছে যেমন তেমন করে ইলেকশন করে ক্ষমতায় যাওয়া। এটা তাদের ইমম্যাচিউরড আচরণ, নজিবুল বশর মাইজভান্ডারির দলের উচ্ছিষ্ট খাওয়া দলের মত আচরণ।

আর জিয়াউর রহমানকে এদেশের জনগণ শ্রদ্ধা করার একটি অন্যতম কারণ তার ভারতের সাথে শক্ত ও উচিৎ আচরণ। সেখানে তার দলের মিনমিনে সুবিধাভোগীরা সুযোগ দিলেই ভারতের কাছে দাসত্ব বেঁচতে প্রস্তুত। তারা এই সেদিনও গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে গ্রেফতারের সময় খালেদা জিয়ার অগ্নিঝরা কন্ঠের কথা ভূলে গিয়েছে। উনি গ্রেফতারের মুহুর্তে হুংকার দিয়ে বলেছিলেন, "এদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা স্বাধীন স্বার্বভৌম থাকবে, নাকি কারো তাবেদার থাকবে"! এদেশের জনগণ তার কথা ঠিকই বুঝেছে এবং ২৪ সালে সেই তাবেদার ও তার এদেশীয় দোসরকে উৎখাত ও বিদায় করেছে। জনগণ বুঝলেও জিয়ার দলের নেতারা তা না বোঝার ভান করছে! জিয়া ও খালেদার দলের কোন কোন উচ্চপদস্থ নেতার এত দগদগে স্মৃতি থাকার পরেও ভারতমূখীতার কারণ কি?? ইসকন ও প্রথম আলো ডেইলি স্টার বিরোধী আন্দোলনে তাদের অবস্হান নাই কেন? এই কেন'র উত্তর সম্ভবত আছে বাংলাদেশে কিউবার অনারারী কনসাল জেনারেল জনাব ওবায়েদ জায়গীরদারের ৮ বা ১০ বছর আগে আমাকে বলা একটি কথায়। জায়গীরদার সাহেব খালেদা জিয়াকে বলেছিলেন, " ম্যাডাম আপনার আশেপাশে সব কুত্তার বাচ্চারা ঘুড়াঘুড়ি করে"!!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৬

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: রাজনীতি একটি জটিল খেলা। বিএনপি এখানে তার নিজস্ব রাজনৈতিক খেলা খেলছে।

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২২

এসো চিন্তা করি বলেছেন: রাজনীতি একটা জটিল খেলা ভাই , সাধারণ মানুষ এর পক্ষে কখনো বোঝা সম্ভব নয় এটা

৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: জিয়া কি কি কুকর্ম করেছে তা কি জানেন না?

৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগরো পড়ে জানতে পারলাম অনেককিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.