নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৫৩ সালে কিউবার মনকাডা দূর্গ আক্রমন ব্যর্থ্য হলে ফিডেল ক্যাস্ট্রোকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও বিচারের জন্য কাঠগড়ায় তোলা হয়। সেখানে উনি দীর্ঘ ৪ ঘন্টার জবানবন্দি দেন যা পড়ে বই আকারে বের হয় "ইতিহাস আমাকে মুক্তি দিবে" এই নামে। কি ছিল না সেখানে!! কিউবার অতীত, বিদ্রোহী জনগণের সদম্ভ লড়াই, সামাজিক অনাচার, বর্তমানের করনীয় আর ভবিষ্যৎ কিউবার রূপরেখা। ভবিষ্যৎ কিছু আইনের কথা তিনি বলেছিলেন কিউবার জন্য যার ৫ম আইনটি ছিল এরকম যে; যারা কিউবার জনগনের সম্পদ লুটপাট করে দেশে ও বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, একটি বিশেষ আদালত গঠনের মাধ্যমে দেশের সেই অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হোক আর বিদেশ থেকে সে সম্পদ ফিরিয়ে আনার জন্য সেই দায়িত্বপ্রাপ্ত আদালত সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখুক। একই সাথে সেইসব ব্যক্তির সন্তান ও নিকটজনেরা তার প্রভাব ব্যবহার করে যে সম্পদ উপার্জন করেছে তাও বাজেয়াপ্ত করা হোক আর সকল উদ্ধারকৃত অবৈধ সম্পদ রাস্ট্রীয় কোষাগারে জমা করে জনকল্যানে ব্যায়িত হোক। ১৯৫৯ এ ক্ষমতা নিয়ে ফিদেল তা বাস্তবায়ন করেছিলেন, সকল দেশদ্রোহীর উচিৎ বিচার করেছিলেন।
বাংলাদেশে বিগত সময়ে বিষেশত গত ১৬ বছরে যারা দেশে অবৈধ সম্পদের পাহাড় আর ৯৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করল, সেই তাদের সম্পদ উদ্ধারে কি পদক্ষেপ নিল আজকের কথিত "বিপ্লবী" সরকার? উত্তর সবারই জানা... তাই ফিদেল একজনই!
ক্রুব্ধ জনতা কাঁদে ক্ষুধাতুর ভিক্ষুক আর কিষাণ মজুর
ওরাই শক্তি বলেছে ফিদেল পাষাণ প্রাচীর ভাঙ হাঁতুর
ফিদেলের দেশ কিউবাতে আজ কান্না নেইকো ভূখা শিশুর!!
তাই আমাদের একজন ফিদেল ক্যাস্ট্রো দরকার যে নেপোলিয়নের তরবারী হাতে এদেশ শাসন করবেন, এদেশের আপামর জনগণ যে বড়ই বিশৃঙ্খল ও ইতিহাস বিস্মৃত...
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: বিগত ১৬ বছর কেন? তারও আগে বহু লোক সীমাহীন টাকা দূর্নীতি করেছে, তাদের কি হবে?