নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
এক.
তুমি একটা সেলফিস!
- তুমি আমাকে কখনো মাছ বিক্রি করতে দেখেছ?
নাতো!
- আমার বংশের ভিতরে কেউ কখনো মাছ বিক্রি করেনি।
তো?!
- তাহলে তুমি আমাকে মাছ বিক্রি করতে বলেছ কেন?
কই, কখন তোমাকে আমি মাছ বিক্রি করতে বললাম?
- সেলফিস বলনি?
হ্যাঁ বলেছি তো।
- সেলফিস মানে কি? সেল- বিক্রয়; ফিস মানে মাছ, এটাতো সবাই জানে।
দুই
বন্ধু একটা চাকুরি না পেলে তো চলছে নারে ।
- কেন তুই চাকুরি করবি কেন? দিব্বি তো ব্যবসা সামলাচ্ছিস। ভালই তো কামাচ্ছিস!
নারে! বিয়ে থা তো করতে হবে। মেয়ের বাবারা এসবে বিশ্বাস করে না। তারা চায় চাকুরিজীবী ছেলে।
তাতো ঠিক। এখন কি করবি? আচ্ছা আমাদের সমাজে এই সমস্যা এত প্রকট কেন?
- ব্রিটিশ রা আমাদেরকে এসব উপহার দিয়ে গেছে। ওরা জানত একটা জাতিকে দাস বানাতে কি করতে হয়।
কি?
- তাদেরকে হয়তো চুরি শিখিয়ে দাও না হয় চাকুরি। আর দুটোই আমরা খুব ভাল পারি।।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০২
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ জনাব আব্দুলহাক।
পরসমাচার,
আপনার প্রশ্নটি যদি দয়াকরে একটু বুঝিয়ে বলতেন।
২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লিখেছেন।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।।
সত্যমিথ্যা বিশ্লেষণ করতে পারবেন?