নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আর কত

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

আর কত কাঁদব আমি
ঝরবে চোখের অশ্রু দামি
আর কত দুঃখ আমায়
খুঁজবে নিত্য পাতাল নামি।

আর কত লোকাল বাসে
চড়ব আমি কাষ্ঠ হেসে
আর কত স্বপ্ন আমার
ব্যঙ্গ করবে মুচকি হেসে

আর কত রৌদ্র-ছায়ায়
ঘুরব আমি তোমার মায়ায়
আর কত তোমার দানে
চলব নিত্য নিজকে বিকায়।

আর কত মেনেই যাব
মানতে মানতে কোথা যাব?
আর কত চক্ষু বুজে
দুঃখ সকল বয়েই যাব?

আর কত আমার আমি
আমিই ছাড়া নেইতো দামি
আর কত আম জনতা
শুনবে শুধু চুপ হারামি

আর কত নজর কাড়া
স্বপন দেখব ছন্নছাড়া
আর কত হায় হায়রে
জীবন আমার সৃষ্টিছাড়া

আর কত হেলা ফেলায়
দিন যাবে ভবের মেলায়
আর কত জীবনটাকে
বিলিয়ে দেব ছলা কলায়

আর কত আর কত রে
আর কত বলব শুধু রে
আর কত দেখব খেলা
মাগব হাত দাগব কামান রে।।

কত'র গতরে আর কত নেই
কত'র ক্ষত আছে যতনেই।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।। ধন্যবাদ আপনার সুন্দর লিখনির জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

নয়ন বিন বাহার বলেছেন: পাঠে খুশি হলুম ভাই।
অশেষ ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

আলসে হিমু বলেছেন: ভবের ঠিকানা.....।উপায় নাই দাদা

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

নয়ন বিন বাহার বলেছেন: উপায়হীনের আর উপায় !! :((

৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.