নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের গলদ!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

গণতন্ত্র!
কোন একটা নির্দিষ্ট বা অনির্দষ্ট সময়ে অথবা বিভিন্ন আলাপ আলোচনায় গণতন্ত্র নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হয়ে থাকে।

সবাই নিজেদের মত গণতন্ত্রের ব্যাখ্যা দিয়ে থাকেন। গণতন্ত্রের প্রয়োজনীয়তা বুঝাতে সচেষ্ট থাকেন।
বিভিন্ন রথী-মহারথীরা গণতন্ত্রের বিভিন্ন কালোত্তীর্ণ সজ্ঞা প্রদান করেছেন। এটা নিতান্ত পাঠক মাত্রই অবগত আছেন। তাই এই ক্যাচালে না যাই।

ধরুন-

একটা এলাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। প্রার্থী তিনজন।
একজন ৪০ ভোট পেল।
বাকী দু জন প্রত্যেকে ৩০ ভোট করে পেল।
গণতান্ত্রিক পদ্ধতিতে কে নির্বচিত হবে?
নিশ্চয় ৪০ ভোট প্রাপ্তই নেতা নির্বচিত হবে।
এবার বুঝুন গলদ কোথায়?
শতকরা ৪০ ভোট নিয়ে নেতা নির্বাচিত।
বাকী ৬০ ভোট বিরোধী দলে।

এখন ৪০ ভোটের নেতা যে কোন কাজের পদক্ষেপ নিলেই বিরোধী ৬০ জন তার বিরোধীতা করবে। ফলে প্রতিটি পদক্ষেপই ব্যর্থ হবে।

আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:

গণতন্ত্রে গলদ কম, গণতন্ত্র বুঝেনা এই রকম বলদ অনেক বেশী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

নয়ন বিন বাহার বলেছেন: গণতন্ত্রের প্রকৃত লাভ তুলতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। সে কালচারটা আমরা এখনো রপ্ত করতে পারিনি।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

দ্যা মুসাফির পথিক বলেছেন: এর বিকল্প বাংলদেশে কি হতে পারে, বলবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

নয়ন বিন বাহার বলেছেন: আসলে সর্বাপেক্ষা বিকল্প হল গণতন্ত্র। তবে এই গণতন্ত্রকে আমাদের এগিয়ে চলার সোপান করে তুলতে হবে। জনগণকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ বলেই আজ আমাদের কিচ্ছু ঠিক নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

নয়ন বিন বাহার বলেছেন: প্রকৃত সত্য হল আমরা সঠিক নেতা পাইনি।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: গনতন্ত্রকে মানুষ ঘনতন্ত্র করে ফেলেছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

নয়ন বিন বাহার বলেছেন: আমাদের এখনো সিংহভাগ মানুষ গন্ডমূর্খ্য।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিরোধী ৬০ জন বিরোধীতা করলেও আইন থাকবে বিজয়ীর সাথে...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: আইন দিয়ে সবসময় শান্তি বজায় রাখা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.