নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
১১ তম বাংলা ব্লগ দিবস এবং ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠানে ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে একটা ম্যাগাজিন প্রকাশিত হয়। এতে যাঁদের যে লেখা প্রকাশিত হয়েছে...
বিশেষ রচনা
আমার অন্যরকম আমি এবং মুক্তকথা : সৈয়দা গুলশান ফেরদৌস জানা
স্মরণ
ইমনের মন: নগরের ঋষির নীরব প্রস্থান: রেজওয়ান তানিম
প্রবন্ধ
ব্যবচ্ছেদ: একটি সমাজ: মোহাম্মদ রাহীম উদ্দিন
ব্লগে আমাদের লেখা হোক শালীন, সৃষ্টিশীল: নূর মোহাম্মদ নূরু
ব্লগ বাড়িয়েছে সামাজিক দায়বদ্ধতা: মোজাম্মেল কবির
এবার কিছু অপ্রিয় কথা হোক তবে... : আশরাফুল ইসলাম
বাংলা-ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন হারানো চর্যাগীতির সন্ধানে : ডঃ এম এ আলী
সামহোয়্যারইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ: কাজী তাহসিন আহমেদ
শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন: ব্লগার নাইট রিডার
ভিলেজ পলিটিক্স বা গ্রাম্য রাজনীতি: কাওসার চৌধুরী
আমাদের সোনার বাংলা : সালাহ উদ্দিন শুভ
ভক্তকুল, সমালোচনা - আশীর্বাদ নাকি অভিশাপ? : আকতার আর হোসাইন
শিবের গীত। বাংলাদেশের এ অবস্থা কেমন করে হলো? গেম চেঞ্জার
ভ্রমন কহিনী
বাংলাদেশের ভূস্বর্গ নাফাখুমের পথে পথে: মো: সাদ্দাম হোসেন
কামরুপ কামাখ্যায় একদিন : রানা মজুমদার বাপ্পী
বিস্ময়কর এবং ভয়ংকর সৌন্দর্যময় জলরাশি নায়াগ্রা জলপ্রপাত : নুরুন নাহার লিলিয়ান
সাধুমেলা: কি সন্ধানে যাই সেখানে : এস এম মামুনুর রহমান
মেলাকা সফর : আশরাফ আল দীন
ফিজির ফালুদা! : মো: মজিবুল হক মনির
স্মৃতি কথন
সেদিন আর এদিন, মাঝখানে চুয়াল্লিশ বছর: কর্নেল খায়রুল আহসান
রক্ত বদলা ৭১ : ওয়াসিম ইফতেখার
আমার প্রেমিকেরা: শায়মা
এলেবেলে : শের শায়রী
গল্প
নপুংসক : ফাহমিদা বারী
সিনেমার গল্প : কাজী নাজমুল কবির ভূইয়া
হিউম্যান রাইটস : নয়ন বিন বাহার
তুমি ও সে : তাহমিদ আহবাব
আকাশ গঙ্গা তারা : মলাসইলমুইনা
আদি শিল্প : এ.টি.এম. মোস্তফা কামাল
মহাভিক্ষুক : সাইয়িদ রফিকুল হক
ঠিক মাঝরাতে এখনো আমার ফোন বেজে ওঠে : আসাদ জামান
জন্মই আজন্ম পাপ:মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ
বর্ণবাদী ভূত : ভুয়া মফিজ
মহীরুহ: মেহরাব হাসান খান
সম্পাদকের সাথে এক ঘন্টা: মাহমুদ হাসান
অনাকাঙ্খিত মেঘ: আরজু পনি
লাল কাতান, নীল ডাকাত: নাজিম উদ দৌলা
ছোট গল্প
অতীন্দ্রিয়: মীম মাশকুর
মৃত্যুর শব্দ : আনিসুল ইসলাম ফয়সাল
কল্প গল্প
ফনিক্সের হাসি: মোহাম্মদ সাইফুল ইসলাম
কবিতা
হাওয়া ঘর থেকে হাওয়া মুখ: মোকসেদুল ইসলাম
আমি শপথ করিতেছি যে: সৈয়দ আহমেদ হাবিব
বাবা: কিরমানী লিটন
অন্বেষা : কানিজ ফাতেমা
ভেজা বর্ষায় : জাহিদুল কবির রিটন
প্রহর ফুরালে: মাহবুবুল আজাদ
ভীষণ কবিতা বিদ্বেষীরা কবিতা লিখতে বসবে একদিন: স্বপ্নবাজ সৌরভ
রাতজাগা ভোর: লায়লা আরজুমান খানম লায়লা
সংগোপনে আমি চেয়ে থাকি দূর আকাশে: আশিক
ধর্ষকহীন বাংলাদেশ চাই: কাজী ফাতেমা ছবি
তন্দ্রাচ্ছন্নতায়: বৃতি
অনাহুত গন্তব্য: শেখ আহমেদ ফরহাদ
কতোদিন তোমাকে লিখি না: নীলসাধু
ফিসফাস শব্দের কথন: অপর্ণা মম্ময়
মুক্ত গদ্য
আকাশ দিগন্ত: রোকসানা লেইস
সকল লেখকদেরকে শুভেচ্ছা
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
নয়ন বিন বাহার বলেছেন: সৌরভ ভাই। আসলে খুবই এক্সাইটেড ছিলাম। এই গল্পটা সামুতে আগে একবার দিয়েছিলাম। কিন্তু তেমন রেসপন্স পাইনি। হয়তো নবীন লেখক বলে। আসলে বলতে কি, জীবনে এই একটাই গল্প লিখেছি। তাই আনন্দটা ছিল অনেক বেশি। তাছাড় এত এত গুণীজনের ভীড়ে আমার লেখা ঠাঁই পাওয়া। অবিশ্বাস্য ছিল ভাই।
আপনার জন্য ভালবাসা।
সামুর জয় হোক।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
নয়ন বিন বাহার বলেছেন: ভাবলাম। লেখা প্রকাশ হয়েছে এমন অনেকেই অনুষ্ঠানে আসতে পারেনি। তাছাড়া বাকী অনেকেই অনুপস্থিত ছিল। আবার অনেকেই ম্যাগাজিন পাবে না। তাই অন্তত একটা পোস্ট থাকলে সবাই দেখতে এবং জানতে পারবে।
ধনবাদ আপু।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ ভাই পোষ্টের জন্য
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
নয়ন বিন বাহার বলেছেন: আলো ভাই। অনুষ্ঠানে সবাই খুব মজা করেছে। দারুন উপভোগ্য ছিল।
আপনাকে ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ব্যতিক্রমধর্মী
লেখাটির জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ নয়ন বিন বাহার ।
ভালো থাকবেন সবসময়।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০০
নয়ন বিন বাহার বলেছেন: নূরু ভাই। কেমন আছেন? আপনাকে দেখলাম না। আপনিসহ অনেককেই মিস করেছি।
ভালবাস ভাই।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
ভুয়া মফিজ বলেছেন: যাক, অন্ততঃ আপনার কল্যানে আমার লেখাটার পাশে আমার জেনুইন ভুয়া নিকটা দেখতে পাচ্ছি। কিছুটা হলেও শান্তি পেলাম।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
নয়ন বিন বাহার বলেছেন: অবশেষে আপনি শান্তি পাওয়ায় আপনাকে ধনবাদ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: চমৎকার ম্যাজিন হয়েছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
নয়ন বিন বাহার বলেছেন: আপনাকে সবাই মিস করেছে ভাই।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
তারেক_মাহমুদ বলেছেন: এখনো পড়া হয়নি দুইদিন ছুটি আছে এই অবসরে পড়বো।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
নয়ন বিন বাহার বলেছেন: পড়তে পড়তে দারুন কিছু সময় কাটবে আশা করি।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অত্যন্ত দুঃখজনকভাবে ছাপায় কিছু ত্রুটি হয়েছে। এটা প্রেসে সংশোধন চলছে, দুইটি লেখা আরো যুক্ত হবে তখন আপডেট করে দিয়েন।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
নয়ন বিন বাহার বলেছেন: কাভা ভাই, ভুল ক্রটি থাকবেই। কোন সমস্যা নেই। আপনাদের প্রচেষ্টাকে সু-স্বাগতম।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
পদ্মপুকুর বলেছেন: যেহেতু ছদ্মনামে লিখি, সুচি দেখে সত্যিনামঅলা যেকোনো লেখাকে আমার বলে চালিয়ে দিতে পারবো... কি মজা!
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
নয়ন বিন বাহার বলেছেন: হা হা হা । ভালবাসা।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোস্টটি করার জন্য। ঢাকার বাইরেরে থাকি বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি।
ব্লগ ও ফেসবুকে পুনরমিলনের ছবি ও ভিডিও দেখছি।
ম্যাগাজিন সংগ্রহ করতে হবে। আমিও অনেক এক্সাইটেড ছিলাম লেখা নিয়ে। দ্বিতীয়বারের মতো কোন ম্যাগাজিনে লেখা পাঠিয়েছিলাম। আর আমার ধারণা ছিল এই লেখাটা ততো খারাপ হয়নি। প্রকাশিত হবে আশা ছিল। কিন্ত উত্তেজনার কমতি ছিল না কোন। অন্যান্য ম্যাগাজিনে লেখা প্রকাশ হওয়া আর সামহোয়্যার ইন ব্লগের ম্যাগাজিনের প্রকাশ হওয়া খুব আলাদ ব্যাপার। কেননা এখানে যারা লিখেছেন তারা খুব ভালো মানের লেখক। সমাজ সংস্কারে এরা শত ব্যস্ততাকে পাশ ঠেলে লিখে যাচ্ছে অবিরাম অবিরাম।
এতসব গুণী লেখকদের মাঝে আমার লেখা ঠাই পাওয়া সত্যি খুব আনন্দকর এবং প্রেরণাদায়ক।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
নয়ন বিন বাহার বলেছেন: আপনাকে অভিনন্দন।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
মলাসইলমুইনা বলেছেন: একটা 'র' আছে কিন্তু গঙ্গা-এর পরে ! 'র'-টা না থাকলে জাদিদ সাহেবকে একটু জরুরি জানিয়ে দেবেন ।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
নয়ন বিন বাহার বলেছেন: জাদিদ ভাইয়া আশা করি এটা দেখবেন।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: নূরু ভাই। কেমন আছেন? আপনাকে দেখলাম না। আপনিসহ অনেককেই মিস করেছি।
ভালবাস ভাই।
ওই একই কারনে আপনার সাথেও পরিচিত হতে পারলামনা।
আশা করি আগামীতে নিশ্চয়ই পরিচিত হবো ইনসাআল্লাহ।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪
নয়ন বিন বাহার বলেছেন: জি ভাই। দোয়া করবেন।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
পদ্মপুকুর বলেছেন: সামহ্যোয়ারইন: বাঁধ ভাঙার আওয়াজ প্রবন্ধের লেখক কাজী তাহসিন আহমেদ এর লিংকে ক্লিক করলে অদ্ভুত তথ্য দিচ্ছে... মজার ব্যাপার,
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
নয়ন বিন বাহার বলেছেন: আমি নিজেই তো এখন বেকুব হয়ে গেলাম। আর কোন নিক পাচ্ছি না তো। এটাই শো করতেছে।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০
শের শায়রী বলেছেন: আমরা যারা যেতে পারিনি তাদের জন্য এটা অনেক ভালো হয়েছে। অন্তত দেখতে পেলাম সূচীপত্রটি। শুকরিয়া ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
নয়ন বিন বাহার বলেছেন: শুকরিয়া।
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
নীল আকাশ বলেছেন: "জন্মই আজন্ম পাপ" আমার লেখা গল্প। আপ্নি আমার নিক নাম এবং ভালো নাম এর কম্বিনেশন মনে হয় জানতেন না।
ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
নয়ন বিন বাহার বলেছেন: জি ভাই। ঠিক করে দিয়েছি। ভালবাসা।
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
নীল আকাশ বলেছেন: জানা আপুর ব্লগ নিকও জানা। এটা ঠিক করে দেবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
নয়ন বিন বাহার বলেছেন: দিয়েছি ভাই।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
ম্যাড ফর সামু বলেছেন: বছর শেষে অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাওয়ার কারণে এবং একজন নিকটাত্মীয়ের মৃত্যুর শেষ যাত্রায় শামিল হওয়ার কারণে এই সুন্দর ম্যাগাজিনে লেখা দিয়ে একজন গর্বিত অংশীদার হতে পারলাম না! সেজন্য অনেক কষ্ট অনুভব করছি।
অবশ্য আমার লেখার যা অবস্থা তাতে লেখা দিলেও যে তা ছাপা হতো, তার কোন গ্যারান্টি নেই! তবুও আপনাদের লেখা প্রকাশের উচ্ছ্বাসটা আমার হৃদয় ছুয়ে যাওয়ায় নিজের কষ্টটা অনেকটাই কমে গেলো।
ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য। এখনও ম্যাগাজিনটি পড়ার সুযোগ পাইনী, এখন সেটার পুরোটাই অন্য একজনের দখলে রয়েছে। তার পড়া শেষ না হওয়া অবধি আমাকে বঞ্চিতই থাকতে হচ্ছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
নয়ন বিন বাহার বলেছেন: পরবর্তীতে এই কষ্ট লাঘব হবে ইনশাল্লাহ!
পড়ুন। খুব ভাল কিছু লেখা ছাপা হয়েছে। ভালবাসা।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনো পড়া শুরু করিনি।
লিখকদের তালিকা দেখলাম । ঝানু সব লিখকের লিখায় সমৃদ্ধ হয়েছে পুস্তকটি ।
সকল লিখককে অভিনন্দন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
নয়ন বিন বাহার বলেছেন: লিটন ভাই।দ্রুত পড়ুন। মতামত জানাতে ভুলবেন না। আপনার জন্য ভালবাসা্।
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
যাদের লেখা স্হান পায়নি, তাদেরকে ভাবতে হবে, লেখায় কি সমস্যা; যাদের লেখা প্রকাশিত হয়েছে, তাদেরকে অভিনন্দন!
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
নয়ন বিন বাহার বলেছেন: অনুষ্ঠানে আমরা সবাই আপনাকে মিস করেছি। একজন অন্যজনকে জিঙ্গেস করছে, চাঁদগাজী কোন জন?
আপনাকে সবাই ভালবাসে।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০২
ডঃ এম এ আলী বলেছেন:
স্বপ্নের শঙ্খচিল এর পোষ্টে প্রকাশিত ম্যগাজিনটির একটি সুচী পত্র দেখেছিলাম। কিন্তু সেটায় লেখা এতই ছোট আসছিল যে
অনেক কষ্টে মাত্র গুটি কয়েক নাম পড়তে পেরেছিলাম । এখন আপনার পোষ্ট হতে সকল লেখকদের নাম ও লেখার বিষয় জানতে পারলাম, সাথে লিংক দেয়ায় আরো সুবিধা হয়েছে ।
অনেক ইচ্ছা থাকা সত্বেও কিছু পারিবারিক অসুবিধার কারণে ব্লগ দিবসে উপস্থিত হতে পারিনি। তবে ব্লগ দিবসের অনুষ্ঠানের উপর সচিত্র বিবরণসহ বেশ কিছু পোষ্ট হতে অনেক প্রিয় ব্লগারদের নামের সাথে ছবিও দেখতে পাচ্ছি । সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ।
গুরুত্বপুর্ণ পোষ্ট টি প্রিয়তে গেল ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১
নয়ন বিন বাহার বলেছেন: আপনার জন্য ভালবাসা আলী ভাই।
২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
মা.হাসান বলেছেন: খুব কাজের কাজ হয়েছে, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা বাইরে থাকেন এবং ম্যাগাজিনটির ফিজিকাল কপি সঙ্গত কারণে সংগ্রহ করতে পারবেন না, মডারেটর ভাইকে অনুরোধ করবো তাদের জন্য পিডিএফ কপি আপলোড করে লিঙ্ক দেয়ার জন্য।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২
নয়ন বিন বাহার বলেছেন: এরকম হলে দারুন হবে। সবাই পড়তে পারবে।
২২| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিংক দিতে পারেন।
https://www.somewhereinblog.net/blog/ShopnobazShourav/30287290
০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫
নয়ন বিন বাহার বলেছেন: জি ভাই। দিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব চমৎকার একটা কাজ করেছেন নয়ন ভাই। ম্যাগাজিন পড়া শুরু করিনি। সূচি পত্রে দেখেছি শুধু। আপনি যখন বললেন , 'হিউম্যান রাইটস ' ছাপা হয়েছে। তখন আপনার চোখে যে আনন্দ আর হাসিমুখ। আসলে এমনটাই চেয়েছিলাম কালকে। ভালো থাকবেন। সামুর জয় হোক।