নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা- ০২

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৩

১।
মাঝখানে কালো কাঁচের দেয়াল,
দুপাশে তোমার আমার স্বপ্ন!

২।
এই সব পথে, পদদলে তুমি ফেলে যাও কারে?
একটা গভীর শ্বাস, তাহারে আর আহা!রে।

৩।
দিন কাটে, রাত কাটে, কাটে মঙ্গলবার,
মন রে, শুধু কাটে না 'সুখের হাহাকার'।

৪।
হাজার প্রদীপ আলোয় জ্বালি, আমার মহাজনী কারবার।
দিনের আলো বিচার বসায়, 'মিথ্যুকের দরবার'।

৫।
প্রশ্নটাতো সেলুকাসও করতে পারত, করেনি,
অথচ, পৃথিবীর সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের কারবার।

৬।
এই চাই, সেই চাই, অহর্নিশ পেতে চাই,
অথচ, বখতিয়ারের ঘোড়া কোন মন্ত্রীত্ব চায়নি।

৭।
তুমি অভিনয় ধরেছ, বুঝাতে অবিনয়,
পাখির মত খাঁচা ভেঙ্গে পালানো মানুষের সহজ নয়।

৮।
হাটুর জোরে হাঁটছ বুঝি? মনের জোরে হাঁটো,
মনের মাঝে চলন বিল, নাও ভাসিয়ে ছুটো!

৯।
রজনীর আয়ু কমে, পাতলা হয় ঘণ অন্ধকার।
ভোরেরা লয় দিনের প্রস্তুতি, শুধু প্রলম্বিত বিরহ, বিকার!

১০।
'আমার' চেয়ে 'আমি' বড়? পাইনা খুঁজে তারে,
দুজন মিলে জীবনের চাষ- ফসলের ভাগ কে দিবে কারে?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



২ লাইনের কবিতাও হয়?

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: :D :D

২| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে কবিতাগুচ্ছ

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ আপু...

৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: আসলে এগুলো কবিতা নয়। এগুলো আপনার আবেগ।

৪| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: চমতকার!

৫| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯

নূর আলম হিরণ বলেছেন: অনু কাব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.