নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
১।
ইচ্ছে হলেই চলে যাওয়া যায়।
যখন তখন, যে কোন দিকে।
ভাবি, একদিন হুট করে চলে যাব।
যাবার আগে,
শক্তির মত প্রশ্ন করতে মন চায়, 'কেন যাব?'
এই প্রশ্ন করার প্রাসঙ্গিক কারণ আমার জানা নাই।
তাই মনে হয়,
যে কোন সময়,
চলে যেতে পারি-
ঝগড়াঝাঁটি ছাড়ি।
হয়ত দেখবে তখন, একদল শাদা বক ফিরিতেছে বাড়ী।
২।
দূর থেকে ভালবাস, কাছে এলে দেখবে, আমি নাই।
অসীমের চৌকাঠে তারার হাসি, নৈকট্য বিলায়।
০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৩
নয়ন বিন বাহার বলেছেন: লিটন ভাই। ভাল আছি। আপনি কেমন আছেন?
২| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আহা যদি থাকত তোমার ল্যাজের উপর ডানা উড়ে গেলেই আপদ যেত- করত না কেউ মানা! - সুকুমার রায়
০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৪
নয়ন বিন বাহার বলেছেন: উড়তে পারছি না। আক্ষেপ?
৩| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৪
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ আপু।
৪| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।
০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৪
নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: কবি দা কেমন আছেন চমৎকার লেখেছেন অনেক শুভেচ্ছা রইল