নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কবিতার বই: শেষ মানুষের কবর

১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০২



কবিতার বইয়ের নাম: শেষ মানুষের কবর
লেখক: নয়ন বিন বাহার
প্রকাশক: রাজসিক প্রকাশন
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশ কাল: একুশে বই মেলা ২০২২

কাব্যের নোটেড লাইন-

১।
যদি পৃথিবীর শেষ মানুষ হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হয়,
তবে,
আমার একটা প্রশ্নের জবাব দাও-
পৃথিবীর শেষ মানুষ, তোমাকে কবর দেবে কে?

২।
তোমার কেটেছে তিরিশটা বসন্ত আমার কেটেছে তিরিশটা বর্ষা।
তোমার রাতে আলো দিয়েছে যৌবনবতী চাঁদ, আমার রাত হয়েছে
সকালে ফরসা।

৩।
কোথাও আকাশ দেখি না-
আমাকে এক চিলতে আকাশ দাও,
আমি ওড়াব একটা রঙিন ঘুড়ি।

৪।
আমাকে কেউ ভালোবাসেনি।
কেউ আমাকে ভালোবাসলেই
আমি দুঃখ পেতাম।
ভালোবাসার দুঃখ।।

৫।
নিশ্চিত পরাজয়ের জন্য কোন উদ্বেগের দরকার নেই।
রাতের অন্ধকার কি দিনের আলোকে ঘৃণা করে?

৬।
তুমি জানো?
তোমার বিকেলগুলো সোনা রং পেতে
সূর্যকে কতটুকু জ্বলতে হয়?

৭।
তুমি জানো?
তোমার স্বপ্নরা রং ছড়ালে
আকাশ কতটুকু বড় হয়?

৮।
তুমি জানো?
কেন তোমার উঠোন ভরা আলোর মিছিল
এক পলকে শ্লোগান ভুলে মেজাজ হারায়?

৯।
আমি জেনে গিয়েছিলাম; তোমাকে
ভালোবাসলে আমাকে পস্তাতে হবে।
তুমি বর্ণান্ধের মতো বোঝো না ভালোবাসার রং।

১০।
প্রিয় কবিতার প্রিয় লাইনগুলি
ঘুরে ফিরে আসে হেঁটে অলিগলি,
হয়তো বা,
আমিও ঐ লাইন ক’টি গুনগুন করি
তুমি জানো না-কি?

১১।
তোমরা নিজেদেরকে মানুষ ভাব,
অথচ তোমাদের পরজীবীরা তোমাদেরকে মানুষ ভাবে না!

১২।
তোমাকে দেখে মনে হয়েছে কেবল ভালোবাসি ভালোবাসি;
তোমাকে দেখে মনে হয়েছে আমি ভালোবাসা শিখে গেছি।

১৩।
প্রকারান্তরে তুমিই ঠিক করে দাও আমার রোজকার অভ্যাস,
আমি শুধু পুতুলের মত ডুলতে থাকি সুতার মাথায়!

১৪।
ভাবছি, মায়ের দুঃখ কিনতে কত টাকা লাগতে পারে!

১৫।
আমার এ জীবনে কভু তোমাকে পারিনি বুঝিতে,
বাতাসের মত তোমার মন, শুধু দিক বদলায়,

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: প্রচ্ছদ ভালো লেগেছে।এটি কি আপনার আসন্ন কবিতার বইয়ের প্রচ্ছদ?

বইটির সার্বিক সাফল্য কামনা করছি।
শুভ কামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: জি ভাই।
দোয়া করবেন।

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা নয়ন
বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

নয়ন বিন বাহার বলেছেন: আপু,
দোয়া চাই।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

ফারহানা শারমিন বলেছেন: শুভ কামনা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

নয়ন বিন বাহার বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.