নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

বাহানা

২৯ শে মে, ২০২২ সকাল ১১:০৯

সময়কে ধ্রুব ধরে তোমাকে ভালোবাসার ছক কষি।
অথচ, সময় ধ্রুব নয় জেনেও আমার বোধোদয় হয় না।

আমার নিবেদিত প্রেম বারবার ব্যর্থ হওয়া স্বত্ত্বেও তোমাকে দোষ দিই না,
দোষ দিই সময়কে।
তবুও তুমি বোঝো না।

যথাযথ প্রেম নিবেদনে তুমি শুধু তাড়া দাও, সময় চলে যায় বলে উৎকন্ঠিত হও।
অথচ, সময় চলে যায় না, শুধু রুপ বদলায়। রুপান্তরিত সময় দূরত্ব বাড়ায়।

দূরত্বের দুপাশে আমরা দুজন সময় মাপি।
আর অপেক্ষায় থাকি,
তোমার আমার ঘড়ির কাঁটা কখন একই ঘন্টা বাজাবে।

মহাকাল স্বাক্ষী থাকে, দুটো ঘড়ি কখনো একই সময় বলে না।
সত্যিকার অর্থে, আমরা প্যারালালি দুভুবনের বাসিন্দা।

অথচ, দেখো, এসব জেনেও আমরা কত বাহানা বানাই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫০

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৩০

গেঁয়ো ভূত বলেছেন:


বাহানা না থাকলে আমাদের কত সত্য যে মিথ্যে হয়ে যেত তার খবর কে রাখে ?

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫০

নয়ন বিন বাহার বলেছেন: :D :D

৩| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় কবি বাহার দা ভাল থাকবেন

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫১

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা ভাই।

৪| ২৯ শে মে, ২০২২ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকটা রাজীব নূরের কবিতার মতো হয়েছে।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫১

নয়ন বিন বাহার বলেছেন: এই মন্তব্যে রাজীব নূর খুশি হলে আমার আপত্তি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.