নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

বইয়ের ভালোবাসা

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০৪



আমার লিখিত এবং প্রকাশিত কবিতার বই, নাম- শেষ মানুষের কবর।

ব্লগার বন্ধুদের এই বই নিয়ে একটা অফার দিতে চাই।

অপারটা হলো-
আপনাদের প্রত্যেককে একটা করে বই দিতে চাই। সেক্ষেত্রে দুইটা শর্ত থাকবে-

১। কমেন্ট বক্সে আপনার ঠিকানা দিবেন। কুরিয়ার চার্জ দিয়ে বইটি নিয়ে নিবেন।

২। বই পড়ে যদি মনে হয় লেখককে বইয়ের দাম পরিশোধ করা উচিত তবে ০১৭২৩৯১৯২৫২ এই নাম্বারে ২০০ টাকা বিকাশ করে দিবেন।

সবার জন্য ভালোবাসা।
ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১২

জুল ভার্ন বলেছেন: সম্ভবত আপনার টাইপো হয়েছে.... অপার নয়, সঠিক শব্দ অফার।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৩

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ জুল ভার্ন ভাই। ঠিক করে দিয়েছি।

২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৪

কামাল৮০ বলেছেন: কবিতা পড়িনা তাই আগ্রহ নাই।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৫

নয়ন বিন বাহার বলেছেন: সবার সব দিকে আগ্রহ থাকে না। তবে কবিতার পাঠক খুবই কম।

৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার অফার।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:২০

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!

৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



ভালো ভাবনা।
আমি একটু দুরে আছি, সম্ভব হলে চেষ্টা করবো।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:০৭

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ, দাদা!

৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার প্রথম বই এটা?

২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:০৮

নয়ন বিন বাহার বলেছেন: হা, এটাই প্রথম। দ্বিতীয়টার কাজ চলছে। নাম রিসেট ইউর মাইন্ড।

৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুখ কামনা রইলো।

৭| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভ কামনা রইলো।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৫

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!

৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহার ভাই সুন্দর অফারের জন্য শুভকামনা,
আর একজন কবির কঠিন বাস্তবতা সামাল
দেবার কঠিন চেষ্টার জন্য সহমি'তা।

বাস্তবতা হলো কেউ কবিতার বই পড়তে আগ্রহ প্রকাশ
করেনা, যদিও মুখে কপচায় কবিতার সমজদার তিনি।
দুঃখ পাবেন না হয়তো আপনার যত্নে প্রকাশিত এই কাব্য
গ্রন্থটি আগামী বই মেলায় বাংলা একাডেমীর গেটে ১০ টাকায়
বিক্রি হবে অন্যান্য কবিদের কাব্য গ্রন্থের সাথে!
কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাইছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.