নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

ঘর

০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০১

ও বাবু, তুমি ঘরে ফেরোনি কেনো? তোমার কি ঘর নেই?
এই বিজন রাতে তুমি কেনো ছন্নছাড়া?
তুমিও কি আমার মতো রাতের আগন্তুকের আশায় আছ?

হে নিশীর প্রহরী,
ঘরে ফেরার তাড়া নেই আমার। ঘরের প্রদীপ আলোহীন জ্বলে,
সে আলোয় আমার অন্ধকার কাটে না। আনে না কোনো প্রশান্তি!
শ্রান্তি দূর হয় না, এই অন্ধকার, ঘন মেঘ হয়ে আমার বুকে জগদ্বল পাথরের মতো ছেপে থাকে,
তখন আমার বড্ড শ্বাস উঠে,
প্রশ্বাস নেওয়ার আশ্বাসে নেমে আসি এই রাতের কোলে।

আমার জন্য কোনো আগন্তুক পথে নামবে না। আমি এক ব্ল্যাক এন্ড হোয়াইট!
নিয়ন লাইট আমাকে চেনে, ওরাও প্রথম প্রথম এইসব জানতে চাইতো,
তোমার মতো দরদ নিয়ে, শুধু জানতে চায় বলে নয়,
হয়, উত্তর করতাম আমি, না হয় উত্তর মিলিয়ে নিতো তারা,
যারা, এ পথের ওয়ান ওয়ের যাত্রী ছিলো, শুধু,
তারা কিছু জানতে চাইতো না,
তাদের যেনো কিসের কী তাড়া! তাছাড়া
সকলেই এই রংহীন রাতে, প্রভাতে যেনো যেতে চায় না,

আচ্ছা, তুমি কি প্রভাতে চোখ মেলতে চাও?

হাসালে বাবু,
তাও দুপুর রাতে, চোখ খুলে যে আঁধার দেখি, তা দেখতে চোখ বুজবো কেনো?
আঁধার দেখতে দেখতে কখন প্রভাত আসে, কখন ডাকে কাক,
ব্ল্যাক এন্ড হোয়াইট, এই নিয়ন লাইট, রংহীন জং ধরা এই সব সময়,
সোনালী ভবিষ্যত দেখতে চোখ মেলতে চাই।

তুমিও দেখছি আশা রাখো, শ্রাবনের আকাশে আবীর মাখো,
তবে কেনো প্রশান্তির খোঁজে একাকী নেমে আসো, ভাসো?
তোমার মোহিনী কোথায়! সে কি তৃপ্তিদায়িনী নয়! সে কি তোমাকে,
সোহাগের চাদরে, আদরে, রাখে না?

ঘরে, ফিরে যাও বাবু,
এইসব নিশীথ, নিশিদ্ধ গীত, নিশব্দ পথিক তোমাকে ভাসিয়ে নিতে পারে,
বাবু, তুমি ঘরে ফিরে যাও-

হে নিশীর প্রহরী,
তোমাকে বলেছি, ঘরে ফেরার টান নেই আমার,
তোমার, কাজে ধ্যান দাও তুমি, থামাও তোমার কথার ফুলঝুরি!

ও বাবু,
শোন একটুখানি, এক কবি এসেছিলো, তোমার মতো,
বলেছিলো,'পত্নীর চেয়ে পতিতা বিশ্বস্ত, বিষণ্ণ নিশীথে!'

বাবু, তোমার এ বিষণ্ণ রাতে, আমাকে বিশ্বাস করতে পারো,
আমি তোমার মোহিনী হতে না পারলেও যোগিনী হতে পারি বাবু,
তোমার ঘর হতে না পারলেও, পর হবো না,
আমাকে জগদ্বল পাথরের মতো বয়ে বেড়াতে হবে না , তোমার!
তোমাকে আটকাবো না, যখন তখন তোমার নোঙর তুলে নৌকা ভাসাতে পারো অসীমে,
আমি বাসি ফুলের মালা হয়ে রব পথের ধূলিতে, তুলিতে রং মেখে স্বাধীন ক্যানভাস সাজিও, সাবাস!
সুবাস দাবী করবো না তোমার মনের বাগানে,
নাটাই সূতো কেটে দেব, বাঁধব না তোমাকে-

আমাকে নেবে, বাবু?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.