| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাঈম আহমেদ
পেশায় চিকিৎসক, মানসিক ভাবে কবি ও পরিব্রাজক
আজ কতদিন পর সামুতে লগইন করলাম জানিনা...... তবে তাকিয়ে দেখি ৪ বছর ৩ মাস ধরে আছি সামুতে ...... এমন একটা সময় ছিল যখন সামুতে একদিন না আসলে কেমন খারাপ লাগত ...ফেসবুকের চেয়ে বেশি সময় থাকতাম সামুতে...কত মজারমজার লেখা পেতাম...কত ক্যাচাল দেখেছি... সিন্ডিকেট... মাল্টি... আস্তে আস্তে সব ভালো ব্লাগাররা চলে যেতে থাকল... আর তারা আজ ফেসবুক তারকা...নিজের মত স্বাধীন ভাবে গুছিয়ে নিয়েছে... আমারও আসা হয়না কারন প্রিয় মানুষদের লেখা ফেসবুকেই পাই... আগে বাংলায় কোনকিছু সার্চ দিলে সবার আগে থাকত সামু... সেটাও দিনদিন কমে আসছে... জানি কথাগুলো এলোমেলো হয়ে গেছে...... তবুও বলি আমার সেই সামু ফিরিয়ে দাও...।
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
পৃথিবীটাই এরকম ভ্রাতা।
আসা যাওয়া। কার জন্য কেউ থেমে থাকে না। যারা চলে গেছে তাদের জন্য বসে থাকলে কি লাভ বলেন। নতুন যারা আসছে তাদেরকে উৎসাহ দেন। আপনাদের মত পুরাতন যারা আছেন তারা নতুনদের পাশে দাঁড়ালেই দেখবেন সেই আগের মত লাগবে। নতুন যারা উঠে আসবে তারাও একদিন চলে যাবে। আতাই সিস্টেম।
নিয়মিত হওয়ার আশাই রইলাম। ভাল থাকুন নিরন্তর!!
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৪
ইমানুয়েল নিমো বলেছেন: ও সামু ও সামু তুমি কুতায় (কান্নার ইমো হপে !!!)
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫
খেয়া ঘাট বলেছেন: অনেকেই আসে, আবার এক সময় পুরানো হয়ে যায়।
আবার নতুন কেউ আসে , অনেক আগ্রহ আর উদ্দীপনা নিয়ে ব্লগিং শুরু করে ।তারপর আগ্রহ হারিয়ে ফেলে। প্রস্থান করে। আবার নতুন নিক আসে। এভাবেই চলছে।