নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর পাহাড় পেড়িয়ে আমি... অচীন দূর দেশে। পাহার কূলে বেঁধেছি বাসা... সাগর জলে গিয়েছি ভেসে।

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

নাঈম আহমেদ

পেশায় চিকিৎসক, মানসিক ভাবে কবি ও পরিব্রাজক

নাঈম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

চীনে ট্রেন ভ্রমণ পর্ব-২

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বেডে উঠে গায়ে লেপ দিয়ে জানালার পর্দা একটু ফাঁক করে তাকিয়ে আছি এমন সময় ট্রেন ছাড়ল।একটু পর বগির তত্ত্বাবধায়ক মহিলা এসে আমার টিকেটটি জমা নিয়ে একটা কার্ড দিলেন যেটাতে আমার বেড নাম্বার দেয়া ।এই ব্যবস্থার ফলে কোন বেডের যাত্রী কোথায় নামবে তা উনাদের জানা থাকে এবং সেই স্টেশন এ আসার আগে ডেকে দেয়। রাতের পথে ট্রেন চলছে এক দেড় ঘণ্টা পর ট্রেনের লাইট অফ হয়ে গেলো এর কিছুক্ষণ পর বগির তত্ত্বাবধায়ক মহিলা এসে সব জানালার পর্দা লাগিয়ে দিল যাতে বাইয়ের আলো এসে যাত্রীদের ঘুমের কোন ব্যাঘাত না ঘটাতে পারে। ট্রেনের প্রতিটা বগিতে একজন করে তত্ত্বাবধায়ক মহিলা থাকে পোশাকে স্যুটেট বুটেট উনি বগির সকল কাজ নিজে করেন। ময়লা সংগ্রহ করা , ঝাড়ু দেয়া এমনকি টয়লেট পরিষ্কারও করে থাকে আর বগির শেষ মাথাতে থাকে উনার অফিস।উনাদের দেখে আমার বাংলাদেশের টিকেট চেকার জমিদার সাহেবদের কথা মনে পড়লো।





কামরা গুলোর বিপরীত পাশদিয়ে থাকে প্যাসেজ আর এর সাথের প্রতিটা জানালার পাশে থাকে একটি ছোট টেবিল আর এর দু পাশে দুটো ফল্ডেবল চেয়ার । শুয়ে থাকতে না চাইলে বা শুয়ে থেকে বিরক্ত হয়ে গেলে সেখানে বসে বাইরের পরিবেশ উপভোগ করা যায় অনেকে সেখানে বসে খাবার খায়। আর এই টেবিলের নিচে একটি বিদ্যুতের বোর্ডে রয়েছে যেখানে মোবাইল, কম্পিউটার চার্জ দেয়া যায়।



প্রতিটা বগির শেষ মাথায় রয়েছে একটি টয়লেট।যা কোন স্টেশনে থামবার আগে বন্ধ করে দেয়া হয়। আর রয়েছে ৩-৪ টি বেসিন, লুকিং মিরর , ডাস্টবিন আর রয়েছে গরম পানির কল ।পানি প্রচণ্ডগরম এতে আমার হাত হালকা পোড়ে গিয়েছিল। এই গরম পানি দিয়ে চীনারা তাদের সবচে সহজ খাবার ইনস্ট্যান্ট নুডলস খায়।চা-কফি খাওয়া যায় আর আমিও কিছুক্ষণ পর পর কফি খেয়েছি।







যাদের বিড়ি ফুঁকার প্রয়োজন তাদের জন্যেও রয়েছে দুই বগির মাঝে বিশেষ ব্যবস্থা স্মুকিং এরিয়া।



চলবে...





চীনে ট্রেন ভ্রমণ-১..

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

স্টকহোম বলেছেন: চলুক............।
ভালোই লাগছে। :)
আপনি চীনে কোথায় আছেন?

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২২

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ... আমি চীনের ফুজিয়ান প্রদেশের শিয়ামেন (xiamen) শহরে থাকি

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৮

ম্যাংগো পিপল বলেছেন: চমৎকার! সাথেই আছি........

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২২

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

পথহারা নাবিক বলেছেন: যাদের বিড়ি ফুঁকার প্রয়োজন তাদের জন্যেও রয়েছে দুই বগির মাঝে বিশেষ ব্যবস্থা স্মুকিং এরিয়া।


এইটা ভালো লাগছে!!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২৩

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ :P

৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুয়ে থাকতে না চাইলে বা গুয়ে থেকে বিরক্ত হয়ে গেলে :D :D :D :D :D :D

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২৪

নাঈম আহমেদ বলেছেন: :P :P ঠিক করে দিছি

৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২১

এম আর ইকবাল বলেছেন: চলুক ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২৫

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ... সাথেই থাকুন

৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

কান্টি টুটুল বলেছেন:

পরের পর্বে আরও ছবিসহ লেখা চাই :)

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৬

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ... সাথেই থাকুন সামনে আরও লিখবো

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫১

ভোরের সূর্য বলেছেন: আমার জানার এবং জ্ঞানের পৃথিবীর আয়তন বাড়িয়ে দিলেন।

আপনার লেখা পড়ে একটা কথাই মনে পড়ে যে বুঝলাম আমাদের দেশের অর্থ কম বা সাধ্য কম তাই অনেক সুবিধাই আমরা দিতে পারিনা বা সুবিধা পাইনা কিন্তু অন্তত যতটুকু আছে সেটাইবা কেন আমরা ভালভাবে রাখতে পারিনা।আর ভাল ব্যবহারের জন্যতো টাকার দরকার হয় না কিংবা শিক্ষার দরকার হয়না। দরকার হয় বিবেকের কিন্তু আমরা আমাদের রেলওয়ে থেকে সেই ভাল ব্যবহারটুকুও পাই না। ইচ্ছা করলে নিজেদের সীমাবদ্ধতাও কিন্তু খুব নম্র ভাষায় বলা যায় যাত্রীদের কিন্তু সে আশায় গুড়ে বালি।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১১

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্যে...আপনি আমার মনের কথাটাই বলে দিয়েছেন

৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৮

জালিস মাহমুদ বলেছেন: নাঈম আহমেদ ভাই QQ ব্যাভার করেন ;) ;) ;) ;) ;) ;)

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১০

নাঈম আহমেদ বলেছেন: 2488677240 আমার কিউকিউ নাম্বার

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১৭

জালিস মাহমুদ বলেছেন: আচ্ছা আপনারে add করতাছি

১০| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ...

১১| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৪০

সাবিউল হক বলেছেন: ভালোইতো লাগছে । বাকি পর্বগুলো কোথায় ? খুব ব্যস্ত বুঝি ?

১২| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:
আরে এতো দেখছি রাজকীয় ব্যাপার-স্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.