নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর পাহাড় পেড়িয়ে আমি... অচীন দূর দেশে। পাহার কূলে বেঁধেছি বাসা... সাগর জলে গিয়েছি ভেসে।

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

নাঈম আহমেদ

পেশায় চিকিৎসক, মানসিক ভাবে কবি ও পরিব্রাজক

নাঈম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ স্মৃতি - ছাংশা, হুনান প্রদেশ, চীন ২০১৮ সাল

২৯ শে মে, ২০২৪ বিকাল ৪:৪২


জায়গাটির নাম ইউয়েলু শান বা 岳麓山 বা Yuelu Mountain. দক্ষিণ-মধ্য চীনের হুনান প্রদেশের ছাংশা শহরে অবস্থিত। পাহারটি শহরের মাঝে বয়ে চলা শিয়াং নদীর পশ্চিম তীরে অবস্থিত, ছবিতে আমার পেছনে তা দেখা যাচ্ছে। নদীর মাঝ বরাবর একটি ছোট দ্বীপ রয়েছে নাম ওরেঞ্জ আইল্যান্ড বা Juzi Zhou যা একটি পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে এবং খুবই মনোমুগ্ধকর একটি জায়গা।


আর নদীর পূর্ব তীরে রয়েছে ছাংশা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা। সেখানে সু-উচ্চ দালানকোঠার সারি বিদ্যমান। ছবিতে আমার মাথার উপড়ে দেখে যাচ্ছে আইএফএস টাওয়ার। যা হুনান প্রদেশের সর্বোচ্চ ভবন ও বিশ্বের ১৬ তম। এর উচ্চতা ৪৫২ মিটার।


(ওরেঞ্জ আইল্যান্ড )

(আইএফএস টাওয়ার)
এখন আসি ইউয়েলু শান এর কথায়, ইউয়েলু পর্বতে ৯০০ টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে এবং অনেক প্রাচীন এবং বিখ্যাত গাছ রয়েছে। ইউয়েলু পর্বতও এমন একটি এলাকা যেখানে চীনের প্রধান ৩ ধর্ম যথা কনফুসিয়ানিজম, বৌদ্ধধর্ম এবং তাওবাদ একে অপরকে ছেদ করেছে।

(আইওয়ান প্যাভিলিয়ন)

(লুশান মন্দির)

ইউয়েলু পর্বতটি চিংফেং গর্জ, আইওয়ান প্যাভিলিয়ন, লুশান মন্দির, ইউনলু প্রাসাদ, হোয়াইট ক্রেন স্প্রিং, ফ্লাইং স্টোন এবং ইউয়েলু একাডেমি সহ অনেকগুলি প্রাকৃতিক স্থানের জন্য বিখ্যাত।


(ইউয়েলু একাডেমি)
চাইলে হেটে হেটে পাহাড়ের উপর উঠা যায় এবং বিখ্যাত স্থান গুলি দেখাযায় অথবা ক্যাবল কার এর সাহায্যেও সেখানে আরোহন করা যায়। আমারা হেটেই উঠেছিলাম, রাস্তাটি এমন আপনি এক পথ দিয়ে উঠে সবগুলো স্পট দেখে আরেক পথ দিয়ে নেমে যাবেন এবং পাহাড়টির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসবেন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার ভ্রমণ গল্প পড়লাম। ছবিগুলো সব সুন্দর হয়েছে...

৩০ শে মে, ২০২৪ সকাল ৮:৪৯

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৯ শে মে, ২০২৪ রাত ৮:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: ছবিগুলো দেখে হ্রদয় জুড়িয়ে গেলো।

৩০ শে মে, ২০২৪ সকাল ৮:৪৯

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫৬

শেরজা তপন বলেছেন: ছবি ও ভ্রমনকথা ভাল লাগল- তবে অতি সংক্ষিপ্ত!
ইউয়েলু পর্বতও এমন একটি এলাকা যেখানে চীনের প্রধান ৩ ধর্ম যথা কনফুসিয়ানিজম, বৌদ্ধধর্ম এবং তাওবাদ একে অপরকে ছেদ করেছে। ~ বিষয়টা আরো একটু যদি ব্যাখ্যা করতেন?

৩০ শে মে, ২০২৪ সকাল ৮:৪৮

নাঈম আহমেদ বলেছেন: এখানে ৩ টি ধর্মেরই বিশেষ উপাসনার স্থান রয়েছে তাই

৪| ৩০ শে মে, ২০২৪ রাত ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন জুড়ানো ছবি। ভ্রমনকথা ভাল লাগল।

৩০ শে মে, ২০২৪ সকাল ৮:৪৯

নাঈম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.