নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈম নাসিম

নাঈম নাসিম › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ-মি বিফোর ইউ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

▶মি বিফোর ইউ (২০১৬)
◾এমিলিয়া ক্লার্ক,স্যাম ক্ল্যাফ্লিন

কিছুদিন আগে ডাউনলোড করেছিলাম এই মুভিটা,গতকাল রাত্রে দেখলাম।বেশ ভালো লাগল।তাই একটি ছোট রিভিউ দিতে ইচ্ছে হলো।

#রিভিউ
➡স্টোরি:লুইসা (সংক্ষেপে) লু ক্লার্ক(এমিলিয়া ক্লার্ক) ইংল্যান্ডের একটি শহরের সাধারণ পরিবারের মেয়ে,পরিবারের জন্য বিভিন্ন জায়গায় তাকে কাজ করে উপার্যন করতে হয়।কিন্তু তার কোনো কাজই স্থায়ী হয় না।পরবর্তীতে এক রেস্তোরাঁয় কাজ পেলেও সেটাও তাকে হারাতে হয়।তার এই ব্যস্ততার কারনে বয়ফ্রেন্ডকেও সময় দিতে পারে না।তবে মেয়ে হিসেবে "লু" বেশ ভিন্ন ধরনের,সবসময় হাসিখুশী থাকা রুটিন অনুযায়ী চলা আর বাচাল প্রকৃতির।এরপরে সে একটি ধনী পরিবারের,হুইল চেয়ারে আটকে থাকা প্যারালাইজড এক ব্যক্তি নাম
"উইল ট্রেইনর"(স্যাম ক্ল্যাফ্লিন) কে দেখাশোনা করতে হবে এমন একটি চাকরি পান।উইলের(সাবেক ব্যাংকার) একটি এক্সিডেন্ডে তার এমন ক্ষতি হয়।এক কঠিন পরিস্তিতির ভিতরে উইলকে দেখা যায়,নিজের জীবন কে মূল্যহীন ভাবতে শুরু করতে থাকে সে।এমনই একজন ব্যক্তিকে কিভাবে হাসিখুশী রাখা যায় সেটার দায়িত্ব লু কে নিতে হয়।যখন উইলের সাথে লুর দেখা হয়,প্রথমে লু কে হাস্যকর ভেবে খোচা দেন উইল,
কোনো ভাবেই পাত্তা দেননা।উইলকে খুশি করার জন্য লু কখনো থেমে থাকেনি সে সবসময় তাকে কিভাবে খুশী রাখা যায় এটার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন।একটি সময় অপছন্দ থেকে পছন্দ তারপর ভালোলাগা,তাদের ভিতরে সুন্দর একটি বন্ধুত্ব সৃষ্টি হয়।দারুণ একটি রসায়ন হয়! লু উইলকে বোঝাতে চেষ্টা করেছে জীবন এতোটা ছোট নয়,তার ভিতরে নতুন আশার প্রদীপ দেখাতে শুরু করে।
এরপরে তাদের কি হয় সেইটার জন্য মুভি দেখে নিয়েন।

➡পারফরমেন্স:এমিলিয়া ক্লার্কের "লু" চরিত্রটি এই সিনেমার প্রাণ,যদি আপনি রোমান্টিক জেনারের বড় ফ্যান হন তবে এই ক্যারেক্টারটির প্রেমে পড়ে যাবেন।সবসময় হাসিখুশী-বাচাল প্রকৃতির ভাবভঙ্গিগুলো ইমপ্রেস করার মতো।বেশিরভাগ সময় নায়িকারা এই ক্যারেক্টারগুলো ওভার এক্টিং বানিয়ে ফেলে।কিন্তু এমিলিয়ার পারফরমেন্সে সেইটা কখনো মনে হয়নি।ইভেন ক্যারিয়ারের সেরা পারফরমেন্সও বলা যায়।
স্যামও তার ক্যারেক্টার অনেক সুন্দর ভাবে ফুটিয়েছেন পাশাপাশি বাকি পার্শ্ব সব চরিত্রগুলোই ভালো করেছে।

➡কনক্লুজন:তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যারা ধুম ধাড়াক্কা একশন পছন্দ করেন তাদের কাছে।কিছুটা স্লো পেস স্টোরিও মনে হতে পারে।আর যারা রোমান্টিক জেনার পছন্দ করেন তারা অবশ্যই দেখে নিতে পারেন,ভালো লাগবে।

রেটিং:৪.৫/৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.