![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
তোর কারাগার,আমার বেতন
এক পাল্লায় মাপবি না ।
আমার জবান,তোর জবান
পরীক্ষিত আলাদা ।
২.
সাম্যের কথা বলে
এতো দিন লুটেছে ।
এখন দেবার বেলা
বিদেশেতে ছুটেছে ।
৩.
মালিক কেড়ে নেয় রক্ত
ফিরিয়ে দেয় ঘাম ।
তাওবা গার্মেন্টস গুলোকে
কতই না ভালোবেসে ছিলাম !
৪.
আমার ঘরে আগুন জ্বললে
তোর দালান বাঁচবে না ।
আমার শিশু ক্ষুধায় মরলে
তোর শিশু বাচবে না ।
©somewhere in net ltd.