![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষার অবিরাম ধারায় ভিজে
তুমি বলেছিলে,
যেদিন আমি থাকবো না
সেই দিন বর্ষার প্রথম কদমে আমায় পাবে ।
তুমি হারিয়ে গেছো
আজ দশ বছর হলো ।
প্রথম দিকে
বর্ষার প্রথম কদম ফুল নিয়ে
সত্যিই আমি দাড়িয়ে থাকতাম ।
জীবন যেমন হয়
এক সময় সব ভুলিয়ে দেয় ।
আমিও ভুলে গিয়েছিলাম
বিয়ে করলাম,সংসার হলো ।
জানো আমার জামাইটা তেমন অনুভতি প্রবন নয়।
তার পরও ও গতোকাল যখন বর্ষার প্রথম কদম ফুল আনলো ।
আমি কেঁদে ছিলাম বিশ্বাস করো আমি কেদেঁ ছিলাম ।
ওর জন্য নয়,
তোমার জন্য ।
©somewhere in net ltd.