![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভূবন দেখার শখ হয়েছে
তাই তোমার চোখে তাকাই ।
তোমার তালে সুর বেধেছি
তোমায় আমি সাজাই ।
ও মেয়ে তুমি শুনছো নাকি ?
আমার দেহের ধমনি গুলো
তোমার শ্বাসেই জীবন্ত ।
পাল্টে গেছে রক্তের গ্রুপ
হেসনা,সত্যি বলছি দেখ ।
ও মেয়ে তুমি শুনছো নাকি ?
অভ্যাস গুলো পাল্টে গেছে
পাল্টে গেছে ঘুম ।
পাল্টে গেছে তোমায় দেখার
সেই চিরো চেনা ধুম ।
ও মেয়ে তুমি শুনছো নাকি ?
হাত বাড়িয়ে বসে আছো
দ্বিধায় আমি ঘেমে যাই ।
হাত বাড়িয়ে ছোব না কি
এখন আমি কথায় যাই ।
ও মেয়ে তুমি শুনছো নাকি ?
নিলাজ তুমি হেসে বললে
পুরুষ মানুষের এতো লাজ !
হেসেই তুমি চলে গেলে
বললে না শুনছ কি ?
©somewhere in net ltd.