![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালবেলা চায়ের কাপে
পুড়ি ভিজিয়ে নাস্তা শেষ ।
তোর বিছানাটা আজও ফাঁকা
বন্ধু তুই কই ।
ক্লাসের প্রথম বেঞ্চে
অথবা ক্যাফেটরিয়ার শেষ টেবিলে
টিভি রুমের আশে পাশে
বন্ধু তুই কই ।
ঘাসের ময়দানে
আড্ডার শেষ বিকেলে
তোর সরব কন্ঠ মনে পরে খুব
বন্ধু তুই কই ।
ক্লাসের বারান্দার শেষ গাছে
থোকায় থোকায় ফুল আজও ফোঁটে
কেউ আর চিড়ে দেয় না আমায় ।
বন্ধু তুই কই ।
গরমের ছুটি শেষে
ক্লাস রুমে এক বৃদ্ধ এসে ।
কান্না জড়িয়ে বলেছিলো -
তোর কাছে কারও দাবি আছে কি ?
আমরা না বলে দিয়েছিলাম ।
কিন্তু তুই বল,বন্ধত্বের দাবি কি ছাড়া যা ?
আমরাও পারিনি ছাড়তে ।
©somewhere in net ltd.