![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
একটা সময় ছিলো
যখন তুমি তাকিয়ে ছিলে ।
একটা সময় এলো
যখন তুমি ভাগিয়ে দিলে ।
২.
রাতের বেলা সবই আধার
খুঁজছি তোমায় ।
দিনের বেলা সবই আলো
ঝাড়ছি তোমায় ।
৩.
রাত নেমেছে রাত ।
সাজবে তুমি
অন্ধকারের সাজ ।
থাকবে তাতে
আদিম কারুকাজ ।
৪.
যখন তুমি আমার ছিলে
ছিলাম আমি চুপটি করে ।
যখন আমি সরে গেলাম
ছিলে তুমি চুপটি করে ।
৫.
সবার মাঝে
খুঁজছো আমায় ।
আমি কি ছাতা
©somewhere in net ltd.