![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং হঠাৎ পাওয়া গরমের দিনে প্রান জুড়ানো ঠান্ডা বাতাসের মতো ভালোবাসা পাচ্ছি । আমাদের এখানকার (মিরপুর,পল্লবী) দুটি খাবারের দোকানের দুই কিশোরের কাছে থেকে । এদের দোকানে গেলেই এরা আমার প্রয়োজনীয় জিনিস আমাকে দিতে প্রায় পাগলের মতো ছুটছুটি করতে থাকে । মালিকের বকাও কানে নেয় না । আমি বিস্মিত হয়ে দেখি । না কোনো টিপসের জন্য না । আমি প্রথমে টিপস এর কথায় ভেবেছিলাম (নষ্ট মনতো) কিন্তু না দিয়ে দেখেছি । এদের আচরনের কোনো পরিবর্তন হয় নাই । আমি যে এই দোকান দুটিতে প্রায় যাই তাও না । তাই এদের ভালোবাসার কারনটা বুঝতে পারলাম না । ঐ যে বললাম নষ্ট মন । কারন ছাড়া কিছু পেলে খুতখুত করে । এই অযাচিত ভালোবাসা পেয়ে আমি বিব্রত ও দুঃখিত । কারন এই ভালোবাসা কখনো শোধ দিতে পারবো না । এটা পাওয়ার জন্য দেয়া ভালোবাসা তাও না । আমি জানি । কিন্তু আমরা যে ভদ্রলোক কিছু পেলে কিছু দিতে হয় শেখা মানুষ । তাই ভয় হয় । ভয় হয় এই কিশোর দুটো কে দেখে । কদিন পর এরা বুঝে যাবে আমি ভন্ড । আমি নই শুধু সমাজের প্রতিটা মানুষয় ভন্ড । কারন ভন্ডরায় কেবল সমাজে বাস করতে পারে । এই কিশোর গুলো এক সময় জানবে আমি ভন্ড । তখন আমাকে ঘৃনা করবে । এভাবেই তারা সমাজে বসবাসের উপযোগী হবে । ঝরে যাবে আর দুটো ফুল । ওরা জানবে আমি স্বপ্ন বিক্রয় করি ধারন করি না । এই জানাটায় তারা যে কষ্ট পাবে । সেই কষ্টের কথা ভেবেই খারাপ লাগছে । কেনো তোরা মানুষকে ভালো বাসতে গেলি । মানুষ যে বড্ড স্বার্থপর । ভালো থাকিস তোরা । স্বপ্ন দেখিস । বার বার ভাঙ্গবে জানি । তার পর ও দেখবি । না হলে যে বাচাঁর মজাটায় পাবি না । ভালো থাকিস ।
©somewhere in net ltd.