![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু আমার এই বিকেলে
আয়না চলে আমার বাসাই ।
খবরদার ছাতা আনবি না
তাহলে কিন্তু আচঁল পাবি না ।
আসবি তুই বৃষ্টি ভিজে
মুছিয়ে দেবো খুব যতনে ।
সাথে থাকবে মিষ্টি বকা
তুই কিন্তু রাগ করবি না ।
বিশ্ববিদ্যালয়ের সেই অচল রুমে
সবাই যেখানে প্রেম করে ।
কতো বার তোকে চেয়েছি একা
একবারও তুই দিসনি দেখা ।
বন্ধু হয়ে আর কতোকাল
মন নিয়ে করবি খেলা
বন্ধু এবার হাতটা বারা ।
অচল পয়সা সেকেলে হলে
তাতে কিন্তু দামে বারে ।
আর বন্ধুত্ব সেকেলে হলে
তাতে কিন্তু ভালোবাসা জমে ।
বন্ধু আমার এই বিকেলে
আয়না চলে আমার বাসাই ।
২| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: হু হু হু ব্যাকরণ । সব সময় মানতে হয় ধর্ম গ্রন্থের মতো । আবার আমরাই বলি এই গ্রন্থ গুলো মানুষের জন্য , মানুষ এগুলোর জন্য না । আজব আমাদের চিন্তা ধারা । ..................
ধন্যবাদ ভালো থাকবেন ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
আসাদ ইসলাম নয়ন বলেছেন: হারুন ভাই এই কবিতায় তো আমি ছন্দই ব্যবহার করি নাই । আপনি ছন্দ পেলেন কই থেকে বুঝলাম না !!! ............. আর ছন্দ ছাড়া কি কবিতা হয় না ? কবিতা হতে হলে ছন্দ থাকতেই হবে ?
৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫
সরদার হারুন বলেছেন: গদ্য কবিতা তো আরো কঠিন । আপনার কবিতা গদ্য কবিতার মধ্য
বিবেচিত হয়না।
ছন্দ ছাড়া যে কবিতা লেখা হয় তাকে বলে গদ্য কবিতা ।( যা লেখা আরো কঠিন।)
যা হোক আপনি যা ভাল মনে করেন তা লিখতেপারেন।
এ ব্লগে অনেকেই গদ্য কবিতা লিখেন। তাদের শব্দ চয়ন ও বাচন ভঙ্গী।
দেখে নিজের সাথে তুলনা করলেই তারতম্য বুঝবেন
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮
সরদার হারুন বলেছেন: ছন্দরে মিল নেই । তার প্রধান কারণ কবিতার মাএা ঠিক নেই।
দেখুন-" বন্ধ আমার এই বিকেলে
আয়না চলে আমার বাসায়।
খবরদার ছাতা আনবিনা
তাহলে কিন্তু আঁজল পাবিনা।
আসবি তুই বৃষ্টিতে ভিজে
মুছিয়ে দেব খুব যতনে।
যাদের ছন্দ ও মাএা সম্মন্ধে ভাল জানা আছে তাদের কাছে গিয়ে প্রথমে
শিক্ষবেন বার পরে বুঝতে পারবেন।
বন্ধু...........................................
..... .......................................বাসায় ।
পরের মিল হবে বাসার সাথে। কিন্তু আপনি মিল দিলনে আনবিনা র সাথে,পাবিনা
দিয়ে। এটা হয়না।
হতে পারতো--
বন্ধু আমার এই বিকেলে
আয়না চলে আমার বাসায়,
বৃষ্টি ভেজা এমন দিনে
বসে আছি তোরই আশায় ।
এখন দেখুন;
প্রথম দু লাইনে ৪ এবং ৪মোট= ৮ টি অক্ষর আছে
পরের দু লাইনেও ৪+৪= ৮ টি অক্ষর আছে ।
আপনার কবিতা ভাল হোক, এই দোয়া করি।