![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃষ্টি নামুক
আসমানে অবিরাম জলের ধারায়
ভিজে যাক তোমার শরীর
আজ বৃষ্টি নামুক ।
আজ বৃষ্টি নামুক
বৃষ্টি নামক ঝড়েপড়া জলে
ভিজে যাক তোমার চরণ
আজ বৃষ্টি নামুক ।
আজ বৃষ্টি নামুক
তোমার বুকের জমে ওঠা ওই মাংসের পিন্ডটা ধুয়েদিক।
আমি নিলর্জের মতো দেখবো
আজ বৃষ্টি নামুক।
আজ বৃষ্টি নামুক
তোমার ঠোঁটে জমে ওঠা জল
আমি ছুষে নেবো,
আজ বৃষ্টি নামুক ।
আমি জ্যোতিষী নই
আমি শুধু প্রার্থনা করতে পারি ।
এই পলাতক প্রেমিক যুগলকে,
আজ বৃষ্টি ভিজিয়ে দিক ।
আজ বৃষ্টি নামুক ।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ রোমেল ভাই । ভালো থাকবেন ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: আমি শুধু প্রার্থনা করতে পারি ।
এই পলাতক প্রেমিক যুগলকে,
আজ বৃষ্টি ভিজিয়ে দিক ।
ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
রোমেল আশরাফ বলেছেন: সুন্দর সুন্দর
আজ ভালবাসা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক প্রেমিক/প্রেমিকাদের মনে :p