![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
আকন্ঠ ডুবে গেছি ।
হা করে নেই না হাওয়া
নিচ্ছি তোমার ঠোঁটের ছোঁয়া ।
২.
তোমার রূপে মন ডুবেছে
তাই খুঁজছি তোমায় দিবা নিশি ।
খোঁজার শেষে হলাম আমি
স্বাক্ষাত মিথ্যে কবি ।
৩.
বাঁকা চোখে
চোখ নাড়িয়ে
কি কথা
বলছো তুমি ?
আমি তো শুধু
তোমার ঠোঁটের
প্রেমে পড়েছি ।
৪.
শোনো নাই ?
ওপাড়ায় তোমায় নিয়ে
কতো বাজে বকে যায় ।
আমি শুধু হাসি,
ওরা হিংসায় পুড়ে যায় ।
©somewhere in net ltd.