![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
অন্ধকারে হাতরে মরি
আলোর দেখা নাই।
বন্ধু তুই আছিস বলে
অন্ধকারে যাই ।
২.
বন্ধু তোর মন ছুঁয়েছি
একবার ফিরে চা ।
বন্ধু আমার আমার দিকে
একবার ফিরে চা ।
৩.
বন্ধু তোর ঐ চাহনি
অন্ধ করে দেয় ।
বন্ধু আর একবার তাকা
অন্ধ হয়ে যাই ।
৪.
বন্ধু তোর হাতটা বাড়া
শক্ত করে ধর।
হারিয়ে যাবার আগে বন্ধু
শেষ বারের মতো ধর ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ উদদিন ভাই । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
উদদিন বলেছেন: সুন্দর ..... ছড়া !