![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ছেড়ে যাইনি আমি।
তোমাকে ছেড়ে গেছে আমার অভিমানি পিছু টান ।
তোমাকে ছেড়ে যাইনি আমি ।
তোমাকে ছেড়ে গেছে আমার অসংখ্য অজুহাত ।
তোমাকে ছেড়ে যাইনি আমি ।
তোমাকে ছেড়ে গেছে আমার না বলা কষ্ট গুলো ।
অতো সাহস কোথায় আমার
তোমাকে ছেড়ে যাব ।
আমার অচেনা শূন্যতা গুলো
তোমায় আর ছুঁতে পারছিল না ।
তাই হতাশ বেচারারা হারিয়ে গেলো
তোমার কাছে থেকে ।
এই তো সেই দিন
যেদিন তোমায় প্রথম বলেছিলাম ভালোবাসি ।
সেই দিন আমার আবেগ গুলো
ভয় পেয়ে বলেছিল,
তুমি কি সব ওকে বলে দেবে ?
তাহলে আমরা কোথায় থাকবো ?
ওকি আমাদের নেবে ?
কি করবো বলো,
তুমি তো ওদের নিলে না ।
তাই ওরা তোমাকে ছেড়ে চলে গেলো।
তুমিও পালিয়ে গেলে
আমিও বেঁচে গেলাম
অন্য কারো কাছে থেকে পালিয়ে যাবার
পিছুটান হতে হলো না তোমাকে ।
শুধু নতুন একটা কষ্ট হয়ে জমে থাকলে
আমার মাটির ব্যাংক এ । ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩১
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ আমিন ভাই । ভালো থাকবেন ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭
হরিণা-১৯৭১ বলেছেন:
যাদের হৃদয়ে ভালোবাস আছে, তারা ছেড়ে যেতে পারে না।
শিরোনামে ভুল আছে, "তোমাকে ছেড়ে যায়নি আমি"; হবে, "তোমাকে ছেড়ে যাইনি আমি"।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
আসাদ ইসলাম নয়ন বলেছেন: হু হু হু । ঠিক আছে ধন্যবাদ । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৩
মোঃ আল-আমিন1641 বলেছেন: nice