![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটপাাতের চুমুু
সবাই পায় না
টাকা দিয়ে কেনা যায়
এরা কিন্তু প্রেমিক না ।
চুমুটাকে বলা যায়
মন্দের ভালো
একাকি জীবনের
কিনে নেয়া আলো ।
না চাইতেই বৃষ্টি।
জীবনের প্রথম চুমু
নতুন আনন্দের সৃষ্টি ।
হঠাৎ লুট হয়ে যাওয়া ঠোঁটে
নিকটিন এর স্বাদ
ফিরে আসে বার বার
করে দেয় অবসাদ ।
বউয়ের চুমুও প্রথম হয়
সবাই তো আর প্রেমিকা নয় ।
বিয়ের প্রথম রাতে
শত চুমুর মাঝে
ঠোঁটের চুমুটাই
সারা জীবন বাজে ।
পরকীয়ার চুমু
বড্ড বেয়ারা
লেগে আছে যেনো কোনো
পুরুষের ছোঁয়া ।
বড্ড লুকিয়ে
ছুঁতে হয় ঠোঁট
বিধাতার চোখেও যেনো
না পরে চোখ ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ লীন আপু । ভালো থাকবেন ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮
লীন প্রহেলিকা বলেছেন: আপু !!??? না প্রহেলিকা শব্দের অর্থ গূঢ় অর্থযুক্ত কূটপ্রশ্ন; ২. ধাঁধা, হেঁয়ালি। আপু বলা যাবে না ভাই কারণ আমি যে আপু নই। ভাইয়া বলতে পারেন। শুভ কামনা আবারও।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
আসাদ ইসলাম নয়ন বলেছেন: দুঃখিত । আসলেই হেঁয়ালি !!!!
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৬
লীন প্রহেলিকা বলেছেন: শব্দের বাক্য বন্ধনে কাব্যকে সুনিপুনভাবে গ্রন্থিত করেছেন। শব্দ চয়ন এবং আবহ ও দৃশ্যকল্প সৃষ্টিতে চমৎকারিত্ব স্পষ্ট। আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক।