![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গল্প বলবো তোমায়
ছাদ থেকে না বারান্দা থেকে ।
গল্পটাপ কি রাতে হবে, না দিনে ?
এতো কিছুর দরকার কি
গল্প গুলো দিক না ফাকিঁ ।
তুমি থাকবে না
তোমার গল্প গুলোও থাকবে না ।
জীবনটা তো এমনি ।
আচ্ছা এখন আমি কেমন থাকি ?
তুমি বললে, যেমন তোমার খুশি ।
আমি চুপ থাকি আর ভাবি ,
হ্যাঁ বলতেই কেবল দুই জন লাগে !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ হরিণা ১৯৭১ । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
হরিণা-১৯৭১ বলেছেন:
হ্যাঁ, কথা হোক আর গল্প হোক, একা বলা হয় না।
কবিতা ভালো হয়েছে, প্রকাশ সুন্দর।