![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দেয়া শেষ চিঠিটা
পড়তে পারিনি ।
অনেক বেশি কান্না ছিলো
তাই খুলে দেখিনি ।
পড়ে আছে মুখ বন্ধ খাাম
টেবিলের উপর চাপা ।
অন্ধকারেও আটকে যায় চোখ
এমন তা আভা ।
তোমার দেয়া শেষ চিঠিটা
পড়তে পারিনি ।
ফাঁকা ঘর ফাঁকা বিছানা
পড়ে আছি ফ্লোরের এক কোনে ।
কাঁপছে মোমের আলো
কাঁপছি আমি ।
তোমার দেয়া শেষ চিঠিটা
পড়তে পারিনি ।
কোনো দোষ করিনি
তাও চাইছি ক্ষমা
করবে কে আমায় ক্ষমা
বলে দাও তুমি ।
তোমার দেয়া শেষ চিঠিটা
পড়তে পারিনি ।
অনেক বেশি কান্না ছিলো
তাই খুলে দেখিনি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: দেখি একটা চিঠি লেখা যায় না কি ধন্যবাদ দুখাই রাজ । ভালো থাকবেন । শুভ দুপুর ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: চিঠির কাব্য ভালো লেগেছে।
আপনাকে শুভেচ্ছা ভাই নয়ন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ সুখেন্দু দাদা । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
দুখাই রাজ বলেছেন: চিঠিটা খুলে দেখা উচিৎ ছিল ভাই । হয়তো অন্য কিছু ছিল !
শুভ সকাল ।