![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুলছে আলোর বাতি
দুলছে গোলাপ ,
দুলছে তোমার মনের
অনুভূতি সব ।
শেষ বার এসেছো
বসেছ পাশে ,
পারিনি ধরতে তোমায়
জড়িয়ে বুকে ।
কাঁদলে কিছুক্ষন
চাইলে চোখে,
আড়াঁলের ভালোবাসা
ফুটলো ঠোঁটে ।
কিছু কথা হয়ে ছিলো
মনে নেই আজ,
চুষে নিয়ে ছিলো সব
হৃদয়ের তাজ ।
আবার কবে হবে
দেখা আমাদের ?
যতোবার জানতে চেয়েছি
ফুঁপিয়ে তোমায় কাঁদতে দেখেছি ।
আজ বিকেলে আসবে তুমি
ভাসবে আলোয় সব,
নিঃস্ব হতে তৈরি থেকো
দেব ঠোঁটের অভিশাপ ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
কালো যাদুকর বলেছেন: নিঃস্ব হতে তৈরি থেকো
দেব ঠোঁটের অভিশাপ শেষটা মিলেছে ভাল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
কলমের কালি শেষ বলেছেন: ছোট চরনের কবিতা । ভাল লাগল ।