![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
ছুটে চলা অভিমান
একে ওকে ছুঁয়ে যায় ,
অভিমানি পাখিটা
একা একা উড়ে যায় ।
২.
এখানে এই গ্রহে
পিছু ডাকা বাড়ন,
এখানেই ছুটো ছুটি
ভালোবাসা অকারন ।
৩.
এভাবেই এই চোখ
অন্ধ হয়ে যায়,
এখানেই অকারনে
ভালোবাসা হয়ে যায় ।
৪.
এভাবেই আধার নামে
খুজিঁ ফিরি বক্ষ,
প্রতি দিন সকালে
আমি নির্লজ্জ ।
৫.
সপ্তাহে এক দিন
খুজেঁ ফিরি উলঙ্গ,
বাকি দিন গুলোতে আমি
পোষাক পড়া ভদ্র ।
৬.
কতো দিন ভাবি
এই ভাবে ডাকবো না,
এই ভাবে এই পথে
আর তোমায় খুজঁবো না ।
৭.
একটা কষ্ট
বার বার বেজে যায়,
অন্ধের ছড়িটা
এখানেই ঠেকে যায় ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৫
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: ১,৪,৭ +++++
ভালো থাকবেন
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার প্যারা গুলো । পড়ে ভাল লাগল ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৯
এহসান সাবির বলেছেন: বেশ তো!!