![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যখন তুমি একলা ডাকো
ভয়ে কাঁপে বুক,
যখন সবার মাঝে থাকো
কষ্টে ভাঙ্গে বুক ।
২.
এই তো সেই দিন
খুব করে ডাকলে,
তার পর কি হলো
একা একা কাঁদলে ।
৩.
মানুষের গান গেয়েছিলে তুমি
জড়িয়ে ধরে হাত,
আজও মানুষের গান গাই
ভুলে সব অজুহাত ।
৪.
এইতো সেই দিন
রাতুলের সাথে দেখা ।
কথায় কথায় জানতে চাইলো
তোমার কথা,
নির্লজ্জের মতো বলে দিলাম
তুমি এখন আমার সখা ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: বাহ ! সুন্দর !
ভালো থাকবেন ভ্রাতা