![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কৃর্তীতে কৃর্তীমান তুমি ।
শেয়ার বাজারটা ডুবিয়েছ
সেতুটা পুরো খেয়েছো।
ছাত্রের ঢংগে তোমার অঙ্গ
খেয়েছে অনেক কিছু।
ব্যাংকে লাল বাতি
জ্বালিয়েছো আবার নিভীয়েছো।
আইন ?
সেতো এখন অনেক ফাইন।
যখন যেমন তোমার মর্জী।
যদি বলল ওরাও তো...
হাঁ । নির্বাচনে আসতে হবে।
তখন তোমায় বলতে হবে
তুমি কে ? কি তোমার পরিচয় ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ভালোই রঙ্গ হয়েছে তাই না অপূর্ণ ভাই ? ধন্যবাদ । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: রঙ্গ কবিতা ভালো হয়েছে ।
ভালো থাকবেন