![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু কোষ হেঁটে এসে
লম্বা চাদরে নিজেকে ঢেকে
পালন করছি মৌনতা
হারিয়ে গেছে উচ্ছাসের হৃদয়টা ।
অন্ধকারের নিকষ কালো
খুঁজছি বিদায়ের আলো
খুলে দিয়েছি হৃদয়ের বাতি
হারিয়ে গেছে সব সাথী ।
একলা একা এই ঘরে
একাকৃত্ব সঙ্গী করে
দীর্ঘ শ্বাস দেয়াল ছুঁয়ে
ফিরে আসে নিজের কানে ।
হৃদয়ের স্পন্দন
চলেনা এখন সময়ের সাথে
সময় এখানে থমকে গেছে
হৃদয়ের স্পন্দন ক্ষমা চাইছে ।
বয়সের ভারে,মৃত্যুর হাতে
নিজেকে সপে দিয়ে
প্রিয় মুখ গুলোকে ঝাপসা করে
চলে যাচ্ছি অন্য ভুবনে ।
©somewhere in net ltd.