![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিস কেন লাজুক পরী ?
আমিও প্রেমে পড়তে পাড়ি ।
বয়স কতো ভাব দেখিনি
পনেরো থুয়ে ষোল ছুঁইনি ।
বাবা নাই মা নাই
তাই বলে কি প্রেম নাই ?
তোরও তো বাপ নাই
মাকে না হয় ভাগ করে নেই ?
স্কুলে পড়িস তাতে কি
আমিও নাম লিখতে পাড়ি ।
পথের স্কুলটা যদি রাতে পেতাম
কসম তোর পাশে বসে যেতাম ।
ও বস্তিতে তোদের ঘর আছে
তাই বুঝি এতো ভাব।
আমার ও ঘর হবে
শুধু তুই ঝেড়ে কাশ ।
মালিককে বলা আছে
আগামী শীতের শেষে
মাইনে বাড়িয়ে দেবে ।
তখন না হয় ভালোবাসিস ।
©somewhere in net ltd.