![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আর দোষ কি বল
তুইতো ভালোবাসলি না ,
অন্য বাসলোভালো
তুইতো ঘর বাধলি না ।
কতো শত কথার ভীড়ে
কান আজও তোকে চায়,
অন্ধকারের কালো আলোই
মনটা শুধু মরে যায় ।
তুই কি জানিস ছোঁবার দিনেই
বিয়ে হয়ে যায় মনেই,
কোথাও কোনো সাক্ষী নাই
বুকের মাঝে দাগ লুকাই ।
আজও বুকের রেশম গুটি
বারে বারে বিদ্রোহ করে,
তোর কথা বলে শাস্তি দেই
তবেই ওরা শান্ত হয় ।
তোর বুকে মুখ লুকিয়ে
অভিশাপ দেই তোকে,
স্বামীটা আমার বড্ড ভালো
এবার ভালোবাসতে দে ?
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ইলিউশনিস্ট । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
দ্য ইলিউশনিস্ট বলেছেন: এটা তেমন ভাল হয় নাই। লিখতে থাকেন। সামনের গুলা ভাল হবে।