![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অবহেলা সহ্য হয় না
তাই বোধয় রাত্রি দিন,
অবোহেলার চাবুক দিয়ে
আঘাত করো সীমা হীন ।
বালছি কথা রাখবো না
তাও বলো কথা দাও,
কথা দিলাম ফিরবো না
বাকি টুকু বুঝে নাও ।
অন্ধকারের রাত্রি চিরে যখন
আলোর প্রদীপ জ্বালবে,
আলো আধারিতে চোখাচোখি হলে
লাজে কি তুমি কাঁদবে ।
অপমান করেছো তাই
ফের বলবো না ভালোবাসি,
মান সম্মান খুইয়ে
এখন আমি সর্বগ্রসী ।
হত্যার পরও
ঐ চোখে জল ছিল,
তাই দেখে বার বার
এই মন কাঁদ ছিলো ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ একনীল বনসাই । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
একনীল বনসাই বলেছেন: অন্ধকারের রাত্রি চিরে যখন
আলোর প্রদীপ জ্বালবে,
আলো আধারিতে চোখাচোখি হলে
লাজে কি তুমি কাঁদবে ।
অসাধারণ..............।