![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কিছু লাশ পড়ে ছিলো
ঠিক এই খানে,
এই খানটা ভেজা ছিলো
দু চোখের জলে ।
২.
পশ্চিমা বাতাসে
শোষনের ডাক ছিলো,
তাই শুনে যৌবন
বাতাসকে রুখে দিলো ।
৩.
ওপাড়ার মেয়ে টাকে
কেউ সেদিন ছুঁয়ে ছিল,
তাই অভিমানি মেয়েটা
বুকে গ্রেনেড বেধে নিলো ।
৪.
গভীর রাতে খোকা
নদীর পাড়ে এলো,
প্রিয়তমার লাশ দেখে
আনন্দে সে কাঁদলো ।
৫.
নিশি রাতের পাখি গুলো
শহর ছেড়ে পালালো,
সেই জায়গায় শকুন এসে
শহরের শোভা বাড়ালো !
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো আসাদ@
শুভকামনা।।