![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কোথায় যেনো পড়লাম
গাফ্ফার সাহেব বললেন
চুমুর অপরাধে তারেককে
স্কুল থেকে তাড়ালেন ।
গাফ্ফার সাহেব শুনুন
চুমু খাওয়া কোনো অপরাধ নয়
যদি তা হয় পরস্পরের সম্মতিতে ।
২.
কি বলবেন তারেক
আগামী নির্বাচনে ।
নেতা কর্মীদের রেখে
চুরির দায়ে আছেন বিদেশে
আরামে আয়েসে ।
এই অপরাধ ঘুচতে
মাঝে মাঝে ইতিহাস বলেন
যা রূপ কথার বইতেও যাবেনা লেখা
এটা তিনি নিজেও বোঝেন ।
মূর্খের চিৎকারে
থাকেন তিনি মানুষের চিত্তে
এটাই তো তার চাই
কেউ যেনো যায় না ভুলে ।
৩.
শিশু মরেছে পাকিস্থানে
আমাদের কি তাতে
বিশ্ব নাগরিক হতে
স্বাদ জাগেনা মোটে ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
নিলু বলেছেন: লিখে যান