![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
ছাত্রলীগ ছাত্রলীগ
আর কতো করবি এদিক ওদিক ।
রক্ত আছে তোর শরীরে
রক্ত ঝড়ে তোর শরীরে
ঝড়ায় তোদের পিড়িত ।
দলটা তোর নয় হাসিনার
তোদের কাজ নাই খালেদায়
হাত বাড়াসনা ছাত্রলীগ
ওই দিক বড় দিক ।
ছাত্রের সাথে কথা বল
নেতা তো তোরই বন্ধুর বাপ
এবার একটা সীমা মাপ ।
২.
আজ ও মরবে শিশু
আজ তোমার জন্মদিন যিশু ।
কিছু প্রানের সাথে
দেখা হবেনা শান্তার
প্রান গুলো হয়ে যাবে
অন্তহীন আত্মার ।
মরবে কেউ বোমায়
মরবে কেউ ক্ষমায়
বড়দের মুখে হাসি ফোটাতে
আজ ওদের মরতে হবে ।
যিশু আজ তুমি
প্রার্থনায় বসো
মৃত্যু থামাতে না পারলে
আত্মার শান্তি চেয়ো ।
©somewhere in net ltd.