![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত সপ্তাহে আমি ৪টি রাজনৈতিক কবিতা লিখি । যা সমসময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে । যা ৩টি ফেসবুকের কবিতার গ্রুপ প্রকাশ করে নাই । গ্রুপ গুলোর নাম সঙ্গত কারনেই গোপন রাখছি । আর যারা প্রকাশ করেছে সেই সব জায়গায় লাইক,কমেন্টের এতো আকাল যে মাঝে মাঝে ভুল হতে লাগলো,অমুক গ্রুপ প্রকাশ করছে তো । ব্লগ ও ফোরামেও একই অবস্থা । আমি প্রথমে ভেবেছিলাম আমার নিজের কোনো কারনে তাই একটা জীবনমুখি কবিতা লিখলাম । বাহ ! দেখলাম সবাই প্রকাশ করলো । আশানুরূপ লাইক,কমেন্টও পেলাম । মন খুশি হয়ে গেলো সমস্যাটা আমার নিজের না । কিন্তু আবার ভাবতে বসলাম ঘটনা কি,রাজনীতিকে ঘৃনা না সরকারের ভয় । সরকারকে ভয় পাবার মতো কিছু তো লিখি নাই তাহলে । আবার এমন ও লিখি নাই যে কেউ বলবে সরকারের দালাল । আবার তথাকথিত নিরপেক্ষও না আমি । তাহলে । হুহুহু রাজনীতি কে অপছন্দ বা ঘৃনা অথবা রাজনৈতিক কথা বলাই স্মাটনেস হারালম । এটা ভাবার পর নিজেকে বড্ড অসহায় লাগলো যে কেনো আমরা এমন এক গোষ্ঠি থেকে মুখ ফিরিয়ে রেখেছি যার হাতে আমার এবং আমার সন্তানের ভবিষ্যৎ । দেশের কথা না হয় বাদই দিলাম । যাই হোক । এখন গুরত্ব দিয়েই ভাবছি,আর রাজনৈতিক কবিতা লিখবো কিনা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮
ব্লগার ভুত বলেছেন: সাধারণ সুন্দর এক দেশে বাস করচি আমরা। যেখানে সরকারের মতই সব। সাধারণ জনগণের মতের কোন দাম নেই। সরকারের বিরুদ্ধে গেলেই জেলে-জুলুম