![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার নয়নে দেখ তুমি
কার লাগিয়া কান্দ
কার কথাতে নয়ন দিয়া
শূন্য ঘরে বইছো ।
ওরে চোরা মন
মনের গলিতে কারে খোঁজ
একবার তা বোঝ ।
মনের ঘরে কার উঁকিঝুঁকি
তারে কি তুমি চেনো ?
চাইলে তুমি প্রেম পিরিতি
অনেকেই তা দিল,
কার পিরিতে মন মজিল
মনের খবর কি রাখ ?
ওরে চোরা মন
মনের গলিতে কারে খোঁজ
একবার তা বোঝ ।
হাসতে জানো কাঁদতে জানো
জানো কি প্রেম করতে ?
মনের মানুষ ধরে রাখবে
নাকি থাকবে শূন্যে ?
আগে মনের খবর রাখো মন
মনকে ভালোবাস ।
©somewhere in net ltd.