![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোমার এতো রং
কোনটা থুয়ে কোনটা নেই
বন্ধু তোমার রং বাহার
রংধনু কেউ হার মানায় ।
বন্ধু তুমি কাছে এসো
মনটা খুলে কথা বলো
আমি কথা ছুঁয়ে দেখব
সত্যি বলছি পাপ হবে না ।
এই পথে প্রতিদিন
একে বেঁকে হেটে যাও
এই পথের ধুলো গুলোর
প্রতিদিন জন্ম হয় ।
যেই পুকুরে প্রতিদিন
ধুয়ে ফেলো অঙ্গ
সেই পুকুরের জল দিয়ে
পড়বো আমি মন্ত্র ।
বন্ধু তোমার অন্তরের
ছোট্র সেই বন্দরে
আবেদনের পত্র পাঠাই
এবার আমায় আসতে দাও ।
©somewhere in net ltd.